• শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁ-৪ আসনে প্রকাশ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা প্রদান করায় জামায়াতের প্রার্থী শোকজ/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার খাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ,,, নওগার মান্দায় বিএনপির দোয়া ও শোকসভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। আল-ফাতাহ ক্যাডেট মাদ্রাসায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ২৬ লাখ ডলার জব্দ, অবৈধ ফরেক্স চক্রের সহযোগী আটক,,, নওগাঁয় গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার স্মরণে মান্দার সূর্য নারায়ণপুরে শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। বরিশালে হাতপাখার চাইতে দাড়িপাল্লা’ই বেশি জনপ্রিয়/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।

ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত, পালাতে সহায়তাকারী দুই ভারতীয় আটক,,,

রিপোর্টার: / ৪৫ পঠিত
আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত, পালাতে সহায়তাকারী দুই ভারতীয় আটক

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। ঘটনার পর মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ পালিয়ে যাওয়ার কাজে সহযোগিতার অভিযোগে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ঘটনার দিনই প্রত্যক্ষদর্শীদের তথ্য, সিসিটিভি ফুটেজ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শুটার ফয়সাল করিম মাসুদ (ওরফে দাউদ, ওরফে রাহুল) এবং তার সহযোগী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়।

তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডের পর তারা ঢাকা থেকে সিএনজি যোগে আমিনবাজার যান। পরে মানিকগঞ্জের কালামপুর হয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেটকারে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, হালুয়াঘাটে পৌঁছানোর আগেই একটি মুনফিলিং স্টেশনে ফিলিপ ও সঞ্জয় নামের দুই ব্যক্তি তাদের গ্রহণের জন্য অপেক্ষা করছিল। পরে ফিলিপ তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যের এক নারী পুত্তির কাছে পৌঁছে দেন। পুত্তি পরে তাদের এক ট্যাক্সি চালকের স্বামীর কাছে হস্তান্তর করেন। ওই ব্যক্তি তাদের মেঘালয়ের ‘পুরা’ নামের একটি শহরে নিয়ে যান।

তিনি আরও জানান, ইনফরমাল চ্যানেলের মাধ্যমে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, পুত্তি ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের আসামিরা অবৈধ পথেই সীমান্ত অতিক্রম করেছিলেন।

হাদি হত্যা মামলার তদন্ত দ্রুত এগিয়ে চলছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই মামলার চার্জশিট দাখিল করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ