• রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলনগরে খাদ্যবান্ধব চাল বিতরণে ভয়াবহ অনিয়মের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিতে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় ধানের শীষকে বিজয়ী করার লক্ষে বিএনপির সাংগঠনিক সভা/দৈনিক ক্রাইম বাংলা।। র‌্যাব বিলুপ্তিসহ ১০ দফা সুপারিশ মানবাধিকার সংস্থা অধিকারের,,,,,দৈনিক ক্রাইম বাংলা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: বিনিয়োগ ঝুঁকিতে, সমাধান চাই বাস্তবায়নে গতি,,,,,দৈনিক ক্রাইম বাংলা বিতর্কিত ফোনালাপেই পদচ্যুত থাই প্রধানমন্ত্রী পেটংটার্ন,,,,,দৈনিক ক্রাইম বাংলা ক্ষমা চাইতে হবে নির্বাচন কমিশনকে—প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন: তাহের,,,,,দৈনিক ক্রাইম বাংলা কোনো সংশয় থাকলে আসুন আলোচনা করি: সালাহউদ্দিন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, আহত অনেকে: সেনা মোতায়েন,,,,দৈনিক ক্রাইম বাংলা সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী,,,,, দৈনিক ক্রাইম বাংলা

নেইমারের জন্য অধীর অপেক্ষায় পেলে

রিপোর্টার: / ৩০৮ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ জুন, ২০২১

ব্রাজিলের জার্সিতে পেলের গোল ৭৭টি। নেইমার ৬৮টি। ব্যবধান মাত্র ৯ গোলের। উত্তরসূরির জন্য তাই অধীর অপেক্ষা পেলের। কখন নেইমার চূড়ায় পৌঁছাবে, তা দেখতে অপেক্ষায় দিন গোনার কথা জানিয়েছেন এই ফুটবল কিংবদন্তি। বাংলাদেশ সময় শুক্রবার সকালে কোপা আমেরিকায় পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। নেইমার করেন দ্বিতীয় গোলটি। পেলেকে ছোঁয়ার পথে এগিয়ে যান আরেক ধাপ। এরপরই ইনস্টাগ্রামে নেইমারের ছুটে চলা নিয়ে লেখেন পেলে। ছোট্ট বার্তায় নেইমারকে প্রথম দেখার স্মৃতিও রোমন্থন করেছেন তিনটি বিশ্বকাপ জয়ী ফুটবল গ্রেট। “আজ সে আমার জাতীয় দলের হয়ে গড়া গোলের রেকর্ডের পথে আরেক ধাপ এগোল। যখন তাকে প্রথম খেলতে দেখেছিলাম, সেই দেখার একই আনন্দ নিয়ে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন নেইমার সেখানে পৌঁছুবে।” আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলিয়ানদের গোলসংখ্যা অবশ্য নিরন্তর বিতর্কের এক বিষয়। অনেক সময় কেবল প্রতিযোগিতামূলক ম্যাচকেই বিবেচনায় নেওয়া হয়, অনেক সময়ই আবার প্রীতি ম্যাচ ও অনানুষ্ঠানিক ম্যাচকেও গোনায় ধরা হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) প্রায়ই বিভ্রান্তিকর সব পরিসংখ্যান জানিয়ে আসছে। আনুষ্ঠানিক হিসেবে যেমন সাবেক স্ট্রাইকার রোনালদোর গোলসংখ্যা ব্রাজিলের হয়ে ৬২টি। তবে অনানুষ্ঠনিক ম্যাচের গোল মিলিয়ে ৬৭টি। সেসব বিবেচনায় নিয়েই পেরুর বিপক্ষে ম্যাচের পর সিবিএফ জানায়, রোনালদোর গোল সংখ্যা পেরিয়ে নেইমার এখন ব্রাজিলের হয়ে এককভাবে দুইয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ