আবুল বাশার, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সাহেবের পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে (৩০আগষ্ট২০২৫) শনিবার দুপুরে বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলসহ প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীরা এতে অংশগ্রহণ করে জনসাধারণের মাঝে দফাগুলো তুলে ধরেন।
নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা। জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই দফাগুলো মানুষের মাঝে পৌঁছে দিতে আমাদের এই কার্যক্রম।
একজন গাড়ী চালক বলেন,আলহাজ্ব হাফিজ ইব্রাহীম ভালো লোক তিনি ২০০১সাল থেকে ২০০৬পর্যন্ত এলাকায় ভালো কাজ করেছেন তাই তার বিকল্প কেউ নেই।
কর্মসূচি চলাকালে উত্তর বাসস্ট্যান্ড এলাকায় আগত সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া দেখা যায়।