• বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

কুয়াকাটার লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণায় অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫৩ পঠিত
আপডেট: রবিবার, ১৯ জুন, ২০২২


নিজস্ব প্রতিবেদক শনিবার সকাল ১০টার দিকে কুয়াকাটা প্রেসক্লাবে পাখা মার্কা  প্রতিকের চেয়ারম্যান প্রার্থী.  মোঃ মোসলেম মুসুল্লী মুসা। এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৫ জুন-২০২২, অনুষ্ঠিত হয়েছে ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে তিনি পাখা মর্কা প্রতিক নিয়ে (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করেছে।
তিনি বলেন, জনগণের ভোটে যিনি বিজয়ী হবেন তিনিই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রতিনিধিত্ব করবেন এটাই ছিল জনগণের প্রত্যাশা। অথচ সেখানে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার ক্ষেত্রে ইভিএম মেশিনের প্রিন্ট কপি না দেখিয়ে নৌকা প্রতিকের প্রার্থী মোঃ আনছার উদ্দিন মোল্লার যোগসাজশে পক্ষপাতিত্বমূলক হাতে লিখে ফলাফল তৈরী করে সে কপি এজেন্টদের হাতে ধরিয়ে দেন। এমনকি তার এজেন্টরা ইভিএম মেশিনের প্রিন্ট কপি দেখার জন্য বার বার অনুরোধ করলেও প্রিজাইডিং অফিসার তা দেখাননি। উল্টো তার এজেন্টদের সাথে খারাপ আচারণ করে চলে যান প্রিজাইডিং অফিসার।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, অনেক কেন্দ্রে তার এজেন্টদের স্বাক্ষর না নিয়ে চলে যান প্রিজাইডিং অফিসার। ১, ২, ৩, ৪ ও ৮নং ওয়ার্ডে ভোট গ্রহণ শেষে প্রিন্ট কপি নাদিয়ে হাতে লেখা ফলাফল প্রকাশ করায় তাৎক্ষণিকভাবে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ পর্যন্ত করেছে। যেকারণে জনগণের তোপের মুখে প্রশাসনের সহযোগিতা নিয়ে কেন্দ্র ত্যাগ করে চলে যেতে হয়েছে এসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের।
বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবে কিন্তু কোন প্রার্থীরই কোন রকম সহিংস কোন ঘটনা বা অপ্রতিকার কোন কিছু করা ঠিক নয়। নৌকা প্রতিকের প্রার্থী মোঃ আনছার উদ্দিন মোল্লার নির্দেশে তার নেতা কর্মী নির্বাচনের পূর্বে এবং পরবর্তী আনারস প্রতিকের কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে। এমনকি তার কর্মী সমর্থকদের জীবন নাশের হুমকি দিচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে ফাসাবে বলে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাচ্ছে। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।  তাই তিনি পটুয়াখালী জেলার ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনী ফলাফল প্রত্যেক বুথের ইভিএম মেশিনের প্রিন্ট কপি পূনরায় প্রকাশ করে সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।
অপরদিকে একই অভিযোগ এনে ইসলামী আন্দোলন  এসময় উপস্থিত ছিলেন হাতপাখা প্রতিকের ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওঃ মুফতি মোঃ হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মোঃ নাসির উদ্দিন বিপ্লব।
এব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ বলেন, প্রিন্ট কপি দেয়ার বিধান নাই, তবে প্রিন্ট কপি থেকে রেজাল্ট সিট তৈরী করে প্রত্যেক প্রার্থীর প্রতিনিধিকে বুঝিয়ে দিয়ে আসার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ