রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি॥
শ্রদ্ধা আর ভালোবাসায় ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের সুগন্ধা নদীর তীরে পৌর খেয়াঘাট এলাকার বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা নিবেদন করে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মইনুল হক পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস) শংকর কুমার দাস, জেলা পুলিশ, জেলা প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বিকাল ৫ টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ এবং সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বল করে ১ মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভার আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, জেলা শাখার উপদেষ্টা হাসান মাহমুদ, সভাপতি মো: শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম রুবেল, সহ-সভাপতি তরিকুল ইসলাম তানিম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ হান্নান, সাংগঠনিক সম্পাদক বিথী শর্মা বনিক, নারী বিষয়ক সম্পাদক কনা আক্তার, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক হাবিবা খাতুন হিরাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।