• শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,দৈনিক ক্রাইম বাংলা বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই : বদিউল আলম মজুমদার,,,,দৈনিক ক্রাইম বাংলা দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজার হাসপাতালগুলো ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’: ডব্লিউএইচও প্রধান,,,,দৈনিক ক্রাইম বাংলা উপদেষ্টা পরিষদে দুই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন,,,,দৈনিক ক্রাইম বাংলা সেপ্টেম্বরের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি ডলার,,,,দৈনিক ক্রাইম বাংলা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে ‘ফ্যাসিবাদের জন্ম’ হবে: জামায়াত সেক্রেটারির,,,,,দৈনিক ক্রাইম বাংলা একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু,,,,,দৈনিক ক্রাইম বাংলা

শেখ রাসেল সেতুতে সড়ক দূর্ঘটনায় একজন নিহত নড়াইল চিত্রায়।

রিপোর্টার: / ৩২৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

সাথী তালুকদারঃ নড়াইল শহরের চিত্রা নদীর শেখ রাসেল সেতুর পূর্বপ্রান্তে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় আলম নামে এক ইজি ভ্যানচালক নিহত হয়েছেন।বৃহস্পতিবার ৪ জুন দুপুরে পর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলম যশোরের ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ ট্রাক জব্দ করতে পারলেও চালক হেলপার পালিয়ে গেছে।

স্থানিয়রা প্রত্যক্ষদর্শি ও পুলিশ সুত্রে জানায়, যশোর থেকে ইজিভ্যানে করে প্লেনসিট নিয়ে নড়াইলের লোহাগড়ায় যাওয়ার পথিমধ্যে নড়াইলে শেখ রাসেল সেতুর পূর্বপ্রান্তে পৌছে। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা কোহিনুর ব্রিকস ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ইজিভ্যানকে চাঁপাদেয়।এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আলম নিহত হয় তার ইজিভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। স্থানিয় ও পথচারি পুলিশ- ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তাঁরা এসে নিহত ইজিভ্যান চালকেে উদ্ধার করে সদর হাপাতালে নিয়ে আসে। সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।নড়াইল সদর থানার পুলিশ ইন্সপেক্টর শিমুল দাস জানান, এ দুর্ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও চালক হেলপার পালিয়েছে। নিহতের কাছে পাওয়া মোবাইল ফোনের সুত্রধরে নিহতের নাম ঠিকানা জানাগেছে।যশোহর এর ইজিভ্যান চালক আলমের সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, নিরাপদ সড়ক চাই এর সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী- সাথী তালুকদার। তিনি নিহত আলমের পরিবারকে উপযুক্ত আর্থিকক্ষতি পুরনের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

অপরদিকে “সচেতন নাগরিক নাগরিক সমাজ, নিরাপদ সড়ক চাই’সহ বিভিন্ন সামাজিক সংগঠন শহরের উপরদিয়ে ট্রাকসহ ভারি যানবাহন বন্ধের দাবি জানিয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ