• বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে চালু হলো টিকটকের নতুন ফিচার ‘স্টেম ফিড’ শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকার বিভিন্ন এলাকায বান্দরবানে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি যতটুকু ঐকমত্য, ততটুকুই এগোবো”—বলেন বিএনপির আমীর খসরু শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দপ্তরে আমতলীতে প্রভাবশালীদের জোর করে সম্পত্তি দখল অতঃপর থানায় মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় শিশু দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাতার প্রবাসীর স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

ভোলার ৯৩২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ হচ্ছে/d.c.b

রিপোর্টার: / ১১৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

ভোলা, ৩০ মার্চ, ২০২৩ () : জেলার ৭ উপজেলার ৯৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ল্যাপটপ বিতরণ কার্যক্রম চলছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধিনে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিআইডিপি-৪) প্রকল্পের মাধ্যমে এসব ল্যাপটপ বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রত্যক উপজেলায় এসব বরাদ্দ পাঠাানো হয়েছে ও বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এতে করে প্রাথমিক শিক্ষার গুণগত মানউন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং পাঠদান প্রক্রিয়াকে তরান্বিত করবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, এসব ল্যাপটপের মধ্যে সদর উপজেলায় ১৮১টি, দৌলতখানে ৯১টি, তজুমদ্দিনে ১০৮, বোরহানউদ্দিনে ১৪৮, চরফ্যাশনে ১৭০, লালমোহনে ১৯৭ ও মনপুরায় ৩৭টি রয়েছে। এছাড়া জেলায় মোট ১ হাজার ৪৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়েই এসব ল্যাপটপ বিতরণ করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম বাসস’কে জানান, ল্যাপটপ বিতরণের ফলে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করা হলো। প্রত্যেক বিদ্যালয়ে দুইজন করে শিক্ষককে আইসিটির উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষক এই প্রশিক্ষণের আওতায় চলে আসবে। সরকারের যে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মণের টার্গেট রয়েছে, আজকের শিক্ষার্থীরাই সেই স্মার্ট বাংলাদেশ গড়বে। এ ক্ষেত্রে এসব ল্যাপটপ সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি বলেন, বিদ্যালয়গুলোতে ল্যাপটপ প্রাপ্তির ফলে শিক্ষার্থীরা তথ্য আপডেটের সাথে সম্পৃক্ত থেকে লেখাপড়ার পাশাপাশি নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবে। আগামী এক সপ্তাহের মধ্যে জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব ল্যাপটপ বিতরণ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ