• বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে চালু হলো টিকটকের নতুন ফিচার ‘স্টেম ফিড’ শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকার বিভিন্ন এলাকায বান্দরবানে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি যতটুকু ঐকমত্য, ততটুকুই এগোবো”—বলেন বিএনপির আমীর খসরু শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দপ্তরে আমতলীতে প্রভাবশালীদের জোর করে সম্পত্তি দখল অতঃপর থানায় মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় শিশু দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাতার প্রবাসীর স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

ব্রাজিলে ফিরছেন বলসনারো/d.c.b

রিপোর্টার: / ১১৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

ব্রাসিলিয়া, ৩০ মার্চ, ২০২৩(): ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসনারো তিন মাস পর বৃহস্পতিবার দেশে ফিরছেন।
দেশে ফিরে পুনরায় তিনি রাজনীতিতে যোগ দেবেন। চলতি বছরের পহেলা জানুয়ারিতে লুইজ ইনাসিও লুলা ডি সিলভার ক্ষমতা গ্রহণের দ’ুদিন আগে কট্টর ডানপন্থী ও সাবেক সেনা ক্যাপ্টেন বলসনারো যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন।
তার দেশে ফেরার দিনে তীব্র উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। কারণ বিমানবন্দরে তাকে ব্যাপকভাবে স্বাগত জানাতে  সমর্থকদের বাধা দেয়ার অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ।
বলসনারো (৬৮) আগামী সপ্তাহ থেকে তার দল লিবারেল পার্টির অনারারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন।
বিমানে উঠার প্রস্তুতিকালে বলসনারো বলেছেন, আমি কোন বিরোধিতা করতে যাচ্ছি না। আমি যাচ্ছি একজন অভিজ্ঞ হিসেবে আমার দলের কাজে অংশ নিতে।
এদিকে কর্তৃপক্ষ বলসনারোর সমর্থকদের প্রতি বিমানবন্দরে সমাবেশ না করার আহ্বান জানিয়েছে। লিবারেল পার্টি তাকে স্বাগত জানানোর আয়োজন ছোট রাখার সিদ্ধান্ত নিলেও তার কট্টর সমর্থকদের রয়েছে নিজস্ব কিছু পরিকল্পনা।
সমর্থকদের কেউ কেউ মোটর শোভাযাত্রা করে ব্রাসিলিয়াকে অচল করার হুমকি দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, তার ফিরে আসায় ব্রাজিলে সরকারের বিরোধিতা চাঙ্গা হবে। যা তার দেশের বাইরে থাকায় ঝিমিয়ে পড়েছিল।
এদিকে সাবেক এই প্রেসিডেন্টের দেশে ফেরাকে একটি উচ্চপর্যায়ের বাজি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। কারণ দেশে ফিরে তাকে বেশ কিছু মামলা মোকাবেলা করতে হবে। বিশেষ করে গত ৮ জানুয়ারি লুলাকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে তার সমর্থকদের ঘটানো সসিংতায় তার বিরুদ্ধে উস্কানি দেয়ার অভিযোগ রয়েছে।
এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের ব্যবসায়িক নেতাদের এক বৈঠকে তিনি স্বীকার করেছেন, পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্যে তিনি অযোগ্য ঘোষিত হতে পারেন।
তিনি বলেছেন, কোন ধরনের স্বেচ্ছাচারি সিদ্ধান্ত ছাড়া তারা আমাকে কারাগারে পাঠাতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ