• শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে চালু হলো টিকটকের নতুন ফিচার ‘স্টেম ফিড’ শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকার বিভিন্ন এলাকায বান্দরবানে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি যতটুকু ঐকমত্য, ততটুকুই এগোবো”—বলেন বিএনপির আমীর খসরু শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো ১২ দপ্তরে আমতলীতে প্রভাবশালীদের জোর করে সম্পত্তি দখল অতঃপর থানায় মামলা/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় শিশু দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে কাতার প্রবাসীর স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।

গলাচিপায় মান্তা জেলেদের অধিকার বিষয়ে সংলাপ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১১৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

পটুয়াখালীর গলাচিপায় দাতা সংস্থা ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ ও ‘অক্সফাম’ এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেজুতি হেলথ এ- এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-সিডফ’ এর আয়োজনে মান্তা জেলে নারী উন্নয়ন প্রকল্প কার্যক্রম বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র সাংবাদিক শংকর লাল দাশের সভাপতিত্বে ও সংস্থার প্রজেক্ট ম্যানেজার বায়েজীদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহিন মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিলটন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংস্থার কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া মান্তা সম্প্রদায়ের জেলে নারীদের জীবন মান উন্নয়ন ও সামাজিক বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট অংশীজনের সাথে সম্পৃক্ত থেকে ‘সিডফ’ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় সংস্থাটি উপকূলীয় অঞ্চলের গলাচিপা, ডাকুয়া ও রতনদী তালতলী এবং রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের আওতাধীন এলাকাসমূহে মান্তা জেলে নারীদের নেতৃত্বে ‘নির্মান ও ক্ষমতায়ন’ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। প্রাক্কলিত এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মান্তা সম্প্রদায়ভুক্ত মৎস্যজীবী নারীদের নেতৃত্বে নির্মান ক্ষমতায়নের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন। প্রকল্পের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে দল গঠন, দলীয় সভা, সক্ষমতা উন্নয়নে ইস্যু ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন নাগরিক সুবিধা প্রাপ্তিতে সংযোগ ও সহযোগিতা, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনের সাথে মিটিং ও সমন্বিত কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তারা জানান।
এ সময় সাংবাদিকরা মান্তা সম্প্রদায়ের জেলে নারীদের নেতৃত্ব নির্মান ও ক্ষমতায়ন নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ ও পরামর্শ প্রদান করেন। মান্তা সম্প্রদায়ের জেলে পরিবারের সদস্যরা সরকারের বিভিন্ন নাগরিক সুবিধা থেকে যেন বঞ্চিত না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংস্থাটির মাধ্যমে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ