বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস সহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা টাউন হল ব্রিজের উত্তর পারে অভিযান চালিয়ে ডাকাত দলের দুজন সদস্য অন্যতম সদস্য ফোরকান হোসেন ও আরিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের একজনের বাড়ি বরগুনা সোনাখালি এলাকায় অপরজনের বাড়ি বরিশালে। ডাকাত দলের সংঘবদ্ধচক্র টি বরগুনা শহরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে বেড়ায়।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে, এম, তারিকুল ইসলাম বলেন, আটক হওয়া দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধী যত বড়ই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করতে বরগুনা থানা পুলিশ বদ্ধপরিকর। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতার করার অভিযান চলছে বলে জানা গেছে।