• বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকার রাস্তায় দেশীয় প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর উদ্যোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ১৫ আগস্ট থেকে কার্যকর হচ্ছে সিম ব্যবহারের নতুন নিয়ম,,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে বৈঠকে ভালো ফলাফল প্রত্যাশা অর্থ উপদেষ্টার,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ার মহিপুরে ৬৪০ পিছ ইয়াবাসহ আটক-১/দৈনিক ক্রাইম বাংলা।। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল। কলাপাড়ায় বিরামহীন বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আহত-১/দৈনিক ক্রাইম বাংলা।। আরাফাত জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ!/দৈনিক ক্রাইম বাংলা।। কমলনগর ভুলুয়া ব্রিজ ঘিরে গড়ে উঠছে নতুন পর্যটন কেন্দ্র/দৈনিক ক্রাইম বাংলা।।


আহবায়ক কমিটি গঠন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের ।

রিপোর্টার: / ২৮৩ পঠিত
আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২০


এসএম আবুল বাশার ফরিদপুর জেলা প্রতিনিধি :- ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবে ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা আদি দূরত্ব পাওয়ার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এই কমিটির মাধ্যমে  ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা তাদের সকল পাওনা আদির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন এবং দ্রুত  বকেয়া অর্থ পাওয়ার  বিষয়ে কাজ করে যাবেন  বলে জানান তারা   । মধুখালী প্রেসক্লাবে চিনিকলের অবসরপ্রাপ্ত বয়েলিং হাউস ফোরম্যান মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিনিকলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক, সাবেক উপ- সাধারণ সম্পাদক সম্পাদক আলী আকবর, সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুশীল কুমার, সাবেক দপ্তর সম্পাদক মীর আব্দল মান্নান মোঃ নুরুজ্জামান মোল্লা সহ ৭০ থেকে ৮০ জন অবসরপ্রাপ্ত শ্রমিক – কর্মচারী উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন । চিনিকলের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল হক বলেন অবসরপ্রাপ্ত শ্রমিক – কর্মচারীদের বকেয়া ছুটির টাকা পাওনা রয়েছে , মজুরি কমিশনের শ্রমিকদের গ্ৰছুটির  বকেয়া  টাকা পাওনা রয়েছে , এছাড়া প্রফিডেন্ট ফান্ডের টাকা  এখন পর্যন্ত বাকি রয়েছে কিছু শ্রমিকের ছুটির টাকা এখনো পরিষদ হয় নাই এই সমস্তত পাওনাদি  দ্রুত পরিশোধের জন্য আমরা মিলের ব্যবস্থাপনা পরিষদের কাছে জোর দাবি জানাই । তিনি আরো বলেন মিলের অনেক শ্রমিক তিন থেকে চার বছর আগে অবসরে গেছেন মিল কর্তৃপক্ষ অবসরকালীন কোন টাকা পরিশোধ করেন নাই এতে অনেক শ্রমিক-কর্মচারী অমানবতার জীবনযাপন করছেন পাওনাদিি না পাওয়াা বিনা চিকিৎসায় অনাহারে-অর্ধাহরে দিন কাটাচ্ছেন, অর্থ না থাকায় তাদের ছেলেমেয়েদের কোন কর্মসংস্থান হচ্ছে না। আলোচনা সভা শেষে সকল দাবি আদায় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মোঃ আলী আকবর কে আহবায়ক , আব্দুল মান্নান কে যুগ্ন আহবায়ক ও
মোঃ ফরোজ মিয়া কে কোষাধক্ষ্য করা হয় উক্ত কমিটির নির্বাহী সদস্য গণ হল সুশীল কর, সিদ্দিক আলী খান, আব্দুল আজিজ, বিল্লাল মোল্লা, আনোয়ার হোসেন, মজনু বিশ্বাস, খন্দকার আসমত আলী ও মোঃ হাবিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ