• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অপচেষ্টা রুখে দিতে সাধারণ ছাত্র-জনতার প্রতি আহ্বান’,,, কাল থেকে কঠোর আন্দোলনে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা,,, শিরোনাম: নির্বাচনের দিনই গণভোট—অন্যথায় জাতি মানবে না: মির্জা ফখরুল,,, ইসির প্রস্তুতি সম্পন্ন, ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় নির্বাচন,,, বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের টার্নিং পয়েন্ট: ফখরুল,,, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই: প্রেস সচিব,,, পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে প্রভাব নেই,, গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে ১২০ দিনে,,, শুক্রবার ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত দুই বাংলাদেশি তরুণ,,

নিজ নির্বাচনী এলাকার জনগণের ভালোবাসায় সিক্ত হন এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ নজরুল ইসলাম।। / ১৪৯ পঠিত
আপডেট: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

মোঃ নজরুল ইসলাম।। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা – ৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে চতুর্থ বারের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে বরণ করে নিয়েছে লালমোহন ও তজুমদ্দিন এর হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। এই সময় তিনি জনগণের ভালোবাসায় সিক্ত হন। ২৯ নভেম্বর বুধবার সকাল ৯টায় লালমোহনের বেড়ির মাথা লঞ্চঘাটে এসে পৌঁছান তিনি। এসময় এমপি শাওনকে উষ্ণ শুভচ্ছো ও সংর্বধনা জানাতে লালমোহন ও তজুমদ্দিনের হাজার হাজার জনগণ সেখানে পৌঁছেন। সেখান থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে লালমোহন চৌরাস্তার পর্যন্ত যাওয়ার পথে রাস্তার দু’পাশে হাজার হাজার জনতার ঢল নেমে। পরবর্তীতে চৌরাস্তার মোড়ে পৌছঁলে লালমোহন ও তজুমদ্দনি উপজলোর সর্বস্তরের জনগনের পক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আমি আপনাদের সন্তান। ২০১০ সাল থেকে অধ্য পর্যন্ত আপনাদের সাথে আছি এবং থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে লালমোহন ও তজুমদ্দিনের মানুষের সেবা করার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আবারও মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। তাই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।
এই সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। আমি তার আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। আশা করি, আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলীয় কর্মী-সমর্থকবৃন্দ নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাবেন।
লালমমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার,পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ