দৈনিক ক্রাইম বাংলা ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে সৃষ্ট অচলাবস্থায় কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য প্রবাসী শ্রমিক। কুয়েতে পুরুষ শ্রমিকের পাশাপাশি পাঁচ থেকে ছয় হাজার নারী শ্রমিক রয়েছেন। যারা দেশটির বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ক্লিনিংয়ের কাজ করেন। করোনা বিস্তার রোধে কুয়েত সরকার ঘোষিত লকডাউনে গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান ছাড়া প্রায় দুই মাস ধরে সবকিছু বন্ধ রয়েছে।
এতে অল্পকিছু সংখ্যক নারী শ্রমিকের কাজ থাকলেও কাজ নেই অনেকেরই। কোম্পানির ডিউটি শেষে বাসা-বাড়িতে পার্টটাইম কাজ করা শ্রমিকেরও কাজ বন্ধ হয়ে গেছে।
ফলে কর্মহীন হয়ে কষ্টে দিন যাপন করছেন এইসব নারী শ্রমিক। তাদের সঙ্গে কমিউনিটির কোনো সংগঠনের সম্পর্ক না থাকায় কোনো সহযোগিতাও পাচ্ছেন না তারা।