• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নৈরাজ্যের আশঙ্কায় গণতন্ত্র রক্ষায় সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের,,, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: সরাসরি সম্প্রচার করবে বিটিভি,, বিশ্বের একমাত্র স্বৈরশাসক নেত্রী ছিলেন শেখ হাসিনা – মেজর হাফিজ/দৈনিক ক্রাইম বাংলা।। নির্বাচনের আগেই গণভোট বাতিল ও তিন উপদেষ্টার অপসারণ দাবি ৮ দলের,,,, দেশের সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের হাতে—আমীর খসরু,,, বাউফলে এমপি শহিদুল আলম তালুকদারের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সহধর্মিণী/দৈনিক ক্রাইম বাংলা।। কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বাউফল মদিনাতুল উলূম নুরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসা/দৈনিক ক্রাইম বাংলা।। নবগঠিত কমিটির পরিচিতি ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা,,, গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না”— বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত সনদ নিজেই লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন আহমদ,,,

কক্সবাজারে নবী গ্রুপের দুইজন অস্ত্রসহ বিজিবির হাতে গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৬০ পঠিত
আপডেট: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে নাফ নদীতে অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক দুইজন রোহিঙ্গা সান্ত্রসী নবী হোসেন গ্রুপের সহযোগী বলে জানিয়েছে বিজিবির সদস্যরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে বড়ইতলী বক্করের জোড়া এলাকা থেকে তাদের আটক করে বিজিবি ব্যাটালিয়ন- সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পের বাসিন্দা মো. শরীফের ছেলে মো. জুবায়ের (৩০), একই ক্যাম্পের বাসিন্দা আমির হোসেনের ছেলে মো. আনোয়ার (১৯)।রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র ও মাদকের একটি চালান প্রবেশ করবে এমন খবরে বেলা ১১টার ১৫ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়ন-২ এর একটি বিশেষ টহল দল বড়ইতলী বক্করের জোড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান করে। মিয়ানমার শূন্য লাইন অতিক্রম করে বক্করের জোড়া এলাকায় আসতেই টহলদল নৌকা দুটিকে ঘেরাও করে দুই জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। এসময় পেছনে থাকা একটি নৌকা দ্রুতগতিতে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, পরে টহলদল নৌকাটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি দুই নালা বন্দুক, একটি বিদেশি পিস্তল, একটি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ৮টি পিস্তলের গুলি, একটি খালি খোশা, ২১টি তাজা গুলি, ৮টি দেশীয় কার্তুজ, দুই কেজি ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, দুটি খালি খোশা, একটি দা হাতল উদ্ধার করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন, টেকনাফ ব্যাটলিয়ন ২ বিজিবির অধিনায়ক লে,কর্ণেল মহিউদ্দিন আহাম্মদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ