• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নৈরাজ্যের আশঙ্কায় গণতন্ত্র রক্ষায় সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের,,, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: সরাসরি সম্প্রচার করবে বিটিভি,, বিশ্বের একমাত্র স্বৈরশাসক নেত্রী ছিলেন শেখ হাসিনা – মেজর হাফিজ/দৈনিক ক্রাইম বাংলা।। নির্বাচনের আগেই গণভোট বাতিল ও তিন উপদেষ্টার অপসারণ দাবি ৮ দলের,,,, দেশের সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের হাতে—আমীর খসরু,,, বাউফলে এমপি শহিদুল আলম তালুকদারের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সহধর্মিণী/দৈনিক ক্রাইম বাংলা।। কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বাউফল মদিনাতুল উলূম নুরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসা/দৈনিক ক্রাইম বাংলা।। নবগঠিত কমিটির পরিচিতি ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা,,, গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না”— বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।। প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত সনদ নিজেই লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন আহমদ,,,

কক্সবাজারে বনবিভাগের সহযোগিতায় সেলাই মেশিন, রিক্সা ও জ্বালানি গ্যাস বিতরন/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৪৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারে বন নির্ভরশীল জনগোষ্ঠীর মাঝে ক্ষুদ্র মূলধন অনুদান, বিকল্প জীবিকায়নের জন্য ইকো-রিক্সা, সেলাই মেশিন ও বিকল্প জ্বালানি এলপি গ্যাস, চুলা বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ বনবিভাগ চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ এসব উপকার ভোগীদের মাঝে অনুদানসহ সামগ্রী গুলো তুলে দেন।
এতে করে প্রায় ৫ হাজারের অধিক পরিবারের সদস্যরা স্বাবলম্বী হবে বলে আশা সংশ্লিষ্টদের।
কক্সবাজারের রামু খুনিয়াপালং, সদরের সমিতিপাড়া, উখিয়াসহ আশপাশ এলাকার বনের উপর নির্ভরশীল জনগণকে বন থেকে ফিরিয়ে আনতে উদ্যোগ নেন বনবিভাগ।
ইউএসএআইডি এর ইকো লাইফ কার্যক্রম, সবুজ বেষ্টনী সৃজন, প্রতিবেশ পুনরুদ্ধার এবং ইকোট্যুরিজম উন্নয়ন প্রকল্প সহযোগিতায় ১৩ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় হিমছড়ি নির্সগ কনফারেন্স হলে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বনবিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক বিপুল কৃষ্ণ দাস।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগ ও হিমছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির
আয়োজনে অনুষ্ঠানে খুনিয়া পালংয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হিমছড়ি সিএমইসি সহ-সভাপতি আব্দুল মাবুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কমকর্তা মো. সারওয়ার আলম, নেকম উপ-প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান, উখিয়া ও দারিয়ার দীঘি সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান, কক্সবাজার সদর সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ,টেকনাফ সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।
কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাওলানা মোস্তাক আহমেদ ও পবিত্র গীতা পাঠ করেন পানের ছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত।
ভিসিএফ সদস্যদের মাঝে ক্ষুদ্র মূলধন অনুদান বিতরণ, হাতি সংরক্ষণ ও মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে, দুটি প্রকল্পের অধীনে ৫ টা রিক্সা, ৭৫ পরিবারকে ৭৫ টি চুলা ও সিলিন্ডার, ২০ টা সেলাই মেশিন। হিট কুকার, ২০ লাখ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ