• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস নির্ধারণ,,,,দৈনিক ক্রাইম বাংলা ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন উমামা ফাতেমা,,,,দৈনিক ক্রাইম বাংলা ফেসবুক পোস্টে ডাকসুর ফল প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল,,,,,দৈনিক ক্রাইম বাংলা শিক্ষার্থীরা যদি এটিই রায় মনে করেন, আমি সম্মান জানাই: জিএস প্রার্থী হামিম,,,,,,দৈনিক ক্রাইম বাংলা আদালতের স্থগিতাদেশের ফাঁদে বিপুল পরিমাণ ঋণের টাকা,,,,,দৈন ক্রাইম বাংলা ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো বিজয়ের দারপ্রান্তে শিবির প্যানেল,,,,,দৈনিক ক্রাইম বাংলা বোরহানউদ্দিনে বাজার কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালীর দশমিনায় গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর বদলগাছীতে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ১০ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন,,,,,দৈনিক ক্রাইম বাংলা

কক্সবাজারে ৯০ কোটি টাকার আইসসহ লবনবাহী ট্রাকের চালকও হেলপার আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৩৯ পঠিত
আপডেট: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।  
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে তল্লাশির সময় লবণবাহী ট্রাক থেকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে ৩০ বিজিবির সদস্যরা।
এ সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে ট্রাকটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত আইসের বর্তমান বাজারমূ্ল্য ৯০ কোটি টাকা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে ৩০ বিজিবির ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
আটকরা হলেন- ট্রাকটির চালক টেকনাফের নোয়াখালী পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে কেফায়েত উল্লাহ (৩৮) ও তার সহকারী হেলপার মহেশখালীয়া পাড়ার আবু বক্করের ছেলে মোহাম্মদ হারুন (২৩)।
লে. কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন- বৃহস্পতিবার রাতে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি লবণবাহী ট্রাক মরিচ্যা চেকপোস্টে থামানো হয়। তারপর চালক-হেলপারকে জিজ্ঞাসাবাদ করার পর সন্দেহ হলে পরবর্তীতে ওই ট্রাকটির লবণের কিছু অংশ সরালে বেরিয়ে আসে আইসের প্যাকেট। ১৭ টি প্যাকেটে মোড়ানো মোট ১৮ কেজি ২০ গ্রাম আইস উদ্ধার করা হয়।
তিনি বলেন- আটক হেলপারকে নিয়ে আইসের মালিকের বাড়ি টেকনাফের সাবরাংয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে নগদ অর্থ, পাসপোর্ট ও মোবাইল জব্দ করা হয়। মূলত আইসের দ্বিতীয় বৃহত্তম চালানটি যাচ্ছিলো ঢাকারউদ্দেশ্যে।
বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মেহেদী হোসাইন কবির বলেন- সামনে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে যেন কোন অপরাধী প্রবেশ করতে না পারে সে জন্য বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও সীমান্তের নিরাপত্তায় সর্বদা টহল জোরদার রয়েছে বলে জানিয়েছেন বিজিবি রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মেহেদী হোসাইন কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ