
এস এম নাসির মাহমুদ।।
আমতলী উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় সরকারী একক হাইস্কুল মাঠে এবং দুপুরে পৌরসভার হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের দু’দফা সংবর্ধনা দেওয়া হয়।
সরকারী একেস্কুল মাঠে সভাপত্বি করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ –আবু জাহের, ওসি কাজী শাখয়াত হোসেন তপু ও ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান। দুপুর ২টায় পৌরমেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমানের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পৌরসভার হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ-আবু-জাহের, ওসি কাজী শাখয়াত হোসেন তপু, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান প্রমুখ।