বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ– “মুজিববর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে শিক্ষানুরাগী ড.আবু শাহাদাত লাভলুর সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ, মুক্তিযুদ্ধ মঞ্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানকে স্বাগত জানিয়ে গত ৫ জুলাই মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ২৫ ভাগ বনায়ন নিশ্চিত করার উদ্দেশ্যে দেশব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারন সম্পাদক” ইমরান হোসেনের” নের্তৃত্বে তার নিজ এলাকায় মুজিববর্ষের আহ্বান সফল করার লক্ষ্যে ১৩ জুলাই রোজ সোমবার বাশাইল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ও আগৈলঝাড়া-মাদারীপুর বাইপাস সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় । এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, অধ্যক্ষ মিজানুর রহমান বাবু, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি,এম মনির হোসেন , সাংবাদিক মাসুদ হোসেন,সাংবাদিক আহাদুল ইসলাম রানা, সমাজসেবক ফরহাদ সরদার, বি,এম আল-আমীন,ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া হল শাখা ছাত্রলীগের সদস্য নিজারুল ইসলাম, মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা এইচ,এম রানা,কাইয়ূম খন্দকার, সামি ইসলাম রোকন,রাজিব মোল্লা, আল-আমীন ডেভিড,তাকবির সাওন,রিশাদ আহমেদ ইমন,সজল মোল্লা,আহশান ফকির,আল-আমীন খন্দকার ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ তুষার,মাসুদ সরদার, বেলাল ফকির,সজিব ফকির,রিয়াদ হোসেন,মাহফুজ আহমেদ,সাইদ বেপারি, রিয়াজ খাঁন। বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সময় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সবাইকে গাছ লাগানোর ব্যাপারে এবং বর্তমান করোনাকালীন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক ব্যবহারে জন্য বিশেষভাবে উৎসাহিত করেছেন তিনি।