• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতিবাজদের সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

কক্সবাজারে পরিবেশগত সংকট ও নাগরিক ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৫৯ পঠিত
আপডেট: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪


মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং
ওয়াটারকিপার্স বাংলাদেশ ২৫ জানুয়ারি, ২০২৪ (বৃহস্পতিবার) বেলা ২:০০ ঘটিকায় কক্সবাজার সদর এর সাংস্কৃতিক কেন্দ্রের সেমিনার হলে “কক্সবাজারের পরিবেশগত সংকট ও নাগরিক ভাবনা” শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ধরা’র উপদেষ্টা মন্ডলীর সভাপতি সুলতানা কামাল এবং সভাপতিত্ব করেন ব্রতী-এর প্রধান নির্বাহী ও ধরা’ র আহ্বায়ক কমিটির সহ-আহ্বায়ক শারমীন মুরশিদ। এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরা’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফ জামিল এবং আলোচক হিসেবে ছিলেন সুরমা রিভার ওয়াটারকিপার ও ধরা’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল করিম চৌধুরী কিম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, এজেএম গিয়াসউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আকতার উজ জামান চৌধুরী, এইচ এম ফরিদুল আলম শাহীন, তৌহিদ বেলাল, মোহাম্মদ  হাসান, মোহাম্মদ আমিন উল্লাহ আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল বলেন, “পরিবেশ ও ধরিত্রীর সুরক্ষায় রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। কাজেই আমাদের সাংগঠনিক সক্ষমতা এমন পর্যায়ে পৌছাতে হবে যাতে রাজনৈতিক শক্তি যথাযথ ভুমিকা পালনে জবাবদিহি করতে বাধ্য হন।
সভাপতির বক্তব্যে শারমীন মুরশিদ বলেন, “পরিবেশ রক্ষার প্রচেষ্টায় তরুণদেরকে আরো বেশি যুক্ত করতে হবে। পরিবেশ ও ধরিত্রী রক্ষার আন্দোলনকে স্কুল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ