• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

২০ বছর অতিক্রম করতে যাচ্ছে কলাপাড়ার ঐতিয্যবাহী প্রতিষ্ঠান সিমবেলী/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১১৬ পঠিত
আপডেট: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

আগামী ৬ ফেব্রুয়ারী পটুয়াখালীর কলাপাড়ার ঐতিয্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান সিমবেলী শপিং মলের ২০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে ওই দিন থেকে সকল পণ্যে থাকছে ১০% ছাড়। এ অফার চলবে আগামী ৩০ রমজান পর্যন্ত। এমনটাই ঘোষণা দিয়েছেন সিমবেলী শপিং মলের স্বত্তাধিকারী জহিরুল ইসলাম বাবু।

জানা যায়, দীর্ঘ ২০ বছর ধরে সিমবেলী শপিং মল গুনগত পন্য সরবরাহ করে অত্যান্ত সুনামের সহিত তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের প্রতিটি পণ্যে মূল্য সংযুক্ত থাকে। ফলে ক্রেতারা নির্ধারিত মূল্যে পছন্দের পন্যটি ক্রয় করতে পারেন। এতে থাকে না দরদামের কোন রকম বিভ্রান্তি। গুনগত মানের পণ্য পেয়ে ক্রেতারাও স্বাচ্ছন্ন বোধ করেন। অপরদিকে, পূর্ব নির্ধারিত মূল্য সংযুক্ত থাকায় ক্রেতা প্রতারিত হওয়ার ঝুঁকিও থাকে শুণ্যের কোঠায়। পটুয়াখালীর ভোক্তা অধিকারের কর্মকর্তারা দোকান পরিদর্শন করলে সিমবেলী শপিং মলের ক্রয় ও বিক্রয় মূল্যের সামঞ্জস্যতায় তাদের প্রশংসা কুড়িঁয়েছেন এ প্রতিষ্ঠানটি। এখানে চায়না ও ইন্ডিয়ানসহ দেশী বিদেশী সকল ধরনের পন্য পাওয়া যায়। এমনকি বিয়ের বাজারের জন্য মাথার টোপর থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত পাওয়া যায় এখানে। ভালো মানের পণ্যের জন্য সিমবেলীর বিকল্প নেই এমনটাই মনে করেন স্থানীয় ক্রেতা সাধারনরা।
সিমবেলী শপিং মলে ক্রয় করতে আসা একাধিক ক্রেতারা জানান, কলাপাড়ায় ভালো মানের পণ্যের জন্য এ প্রতিষ্ঠানের বিকল্প নেই। পূর্ব নির্ধারিত মূল্য সংযুক্ত থাকায় দরদামের ঝামেলা পোহাতে হয় না। দেশী বসে বিদেশী পন্য ক্রয় করতে পেরে অনেকেই কৃতজ্ঞতা জানিয়েছেন।
সিমবেলী শপিং মলের স্বত্তাধিকারী জহিরুল ইসলাম বাবু বলেন, ক্রেতা সাধারনের সহযোগীতা ও ভালোবাসায় সিমবেলী শপিং মল দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ ২০ বছর পূর্ন করতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী ৬ ফেব্রæয়ারী থেকে ৩০ রমজান পর্যন্ত সকল পণ্যে থাকছে ১০% ছাড়। তিনি আশা করেন, এ প্রতিষ্ঠানের প্রতি সকল ক্রেতাদের সহযোগীতা ও ভালোবাসা অব্যাহত থাকবে।
কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতি’র সভাপতি নাজমুল হক বলেন, এ প্রতিষ্ঠানটি দীর্ঘ বছর ধরে সুনামের সাথে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। সিমবেলী শপিং মল’র ২০ বছর পূর্তি উপলক্ষে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ