• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে পর্যটক শিল্পের উন্নয়নে গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৫৮ পঠিত
আপডেট: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 

কক্সবাজারে সাউদ এশিয়া স‍্যোশাল কালচারাল কাউন্সিল ও সাউদ এশিয়া বিজনেস পার্টনারশীপের আয়োজনে পর্যটন শিল্পের উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা হোটেল সী ওয়ার্ল্ড ও বাশার গ্রুপের চেয়ারম্যান এন্ড সিইও, দেশবরেণ্য শিল্পোদ্দ্যাক্তা আলহাজ্ব আবুল বশর আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজারস্থ হোটেল সী ওয়ার্ল্ড এর সম্মেলন কক্ষে শুক্রবার-২ ফেব্রুয়ারি-বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা’র পবিত্র কুরআন তেলাওয়াতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও বাংলাদেশ হাই-টেক পার্ক ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ -বিআরটিএ-এর পরিচালক যুগ্ম সচিব-অডিট ও আইন বিষয়ক-মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ ও কলামিস্ট ডাঃ. মোহাম্মদ মাসুম চৌধুরী।
বক্তব্য রাখেন মাই টিভির চট্টগ্রাম ব‍্যুরো প্রধান আলহাজ্ব নুরুল কবির, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ফরিদুল আলম শাহীন, দুর্বার তারণ‍্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আবু আবিদ।
স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, অগ্রগামী গ্রুপ পরিচালক এম গোলাম ফারুক মজনু, সাউদ এশিয়া স‍্যোশাল কালচারাল কাউন্সিল মহাসচিব এইচ এম আরমান প্রমুখ। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল, কক্মবাজার জেলা প্রেসক্লাবের  যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসান, রামু উপজেলার গর্জনিয়া ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরী।
সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন এসএ টিভির সংবাদ পাঠিকা গোলেনুর রুপা নূর।
বক্তারা বলেন, সরকার পর্যটন শিল্পের যথাযথ গুরুত্ব অনুধাবন করে অনেক উন্নয়ন করেছে। পর্যটনের প্রয়োজনীয় সবকিছু আমাদের দেশে আছে। কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় সৈকত। পর্যটন সম্প্রসারণে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, সেবার মান উন্নতকরণ, নিরাপত্তা বাড়ানো, আচরণ ও মানসিকতার পরিবর্তন হতে হবে। একটি স্মার্ট ট‍্যুরিজম হবে। তাই কক্সবাজারের পর্যটন শিল্পকে আরো বেশি সাজাতে হবে।
আলোচনা সভার পর গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ