
মোঃজুলহাস মিয়া, বরগুনা প্রতিনিধিঃ আজ শনিবার সকাল ১১ টার দিকে বরগুনা জেলায় স্কুল মাঠ প্রাঙ্গনে কোরবানি পশুর হাটে লেঃ এ কে এম তাকিমুল হাসান (এক্স) বিএন এর নেতৃত্বে গণসচেতনা মুলক বিশেষ টহল দিয়েছে নৌ বাহিনী সদস্যরা। এ সময় লেঃ এ কে এম তাকিমুল হাসান (এক্স) বিএন বলেন, এখন থেকে সকল দোকানপাটে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করবে অযথা যাতে কোন লোকজন ঘোরাফেরা না করে এবং কোরবানি পশুর হাট সহ বিভিন্ন নিত্যপণ্য দোকান গুলোতে ন্যায্যমূল্যে মাল বিক্রি করছে কিনা এবং পরিচ্ছন্ন আছে কিনা তাছাড়াও যতদিন পর্যন্ত এই করোনাভাইরাস দুর্যোগ অবস্থা থাকবে ততদিন পর্যন্ত আমাদের নৌবাহিনী টহল অব্যাহত থাকবে। মানুষ যাহাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা করতে পারে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে সেই পরিবেশ লক্ষ্য রাখার জন্যই মূলত আমাদের এই টহল তারা জানান।
এসময় উপস্থিত ছিলেন বরগুনার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।