করা। ৬. হজের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। ৭. কুরবানির প্রস্তুতি গ্রহণ করা। জিলকদ মাসের স্মরণীয় যত ঘটনা: ১. জিলকদ মাসে যে কোনো যুদ্ধবিগ্রহকেই নিষিদ্ধ করেছে ইসলাম। ২. এ মাসেই বাইয়াতে রেদওয়ান অনুষ্ঠিত হয়েছিল। ৩. জিলকদ :হুদায়বিয়ার সন্ধি, হজরত আলি ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার বিবাহ সংঘটিত হয়। ৪. ৮ জিলকদ :মুসলমানদের জন্য জীবনে একবার হজ পালন ফরজ, ইমাম দারাকিতুনি রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল। ৫. ১৭ জিলকদ :খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয়। ৬. ২৫ জিলকদ :হজরত ইবরাহিম আলাইহিস সালাম ও হজরত ঈসা আলাইহিস সালামের জন্ম। পবিত্র কাবা শরিফ পৃথিবীতে প্রথম ভিত্তি স্থাপিত হয় বলে জানা যায়। এ ছাড়া রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ২৫ জিলকদ বিদায় হজের জন্য মদিনা থেকে মক্কা অভিমুখে রওনা করেন। ৭. সপ্তম হিজরির জিলকদ মাসে প্রিয়নবি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম ওমরাহ পালন করেছিলেন