নুরুল আমিন বিশেষ প্রতিনিধি :
ভোলার লালমোহন উপজেলা যুবদলের আয়োজনে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আসর বাদ লালমোহন উপজেলা যুবদলের আয়োজনে, যুবদলের সভাপতি মোঃ শাহিনুল ইসলাম কবির হাওলাদার এর নেতৃত্বে, করিম রোড বিএনপির কার্যালয়ের সামনে থেকে ৫ থেকে ৬ হাজার লোকের বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই, লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন কে সফল করার লক্ষে এই শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।
লালমোহন করিম রোড থেকে বিশাল মিছিল টি বাজার প্রদক্ষিণ শেষ করে ভোলা-৩ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর বাসভবনে গিয়ে শেষ হয়।
এ-সময় মিছিল কারি উপজেলা যুবদলের সবাই কে মাননীয় সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ধন্যবাদ জানান এবং ২৬ জুলাই এর সম্মেলন সফল করার আহবান জানান।
এ-সময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কাজি হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ বশির হাওলাদার, সহসভাপতি, নিজাম উদ্দিন, নাজমুল হাসান পারভেজ, ও উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম হাওলাদার সহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা।