কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। উৎসব মুখর পরিবেশে ভোট প্রদানের মধ্য দিয়ে কলাপাড়ার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ০১ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে কমিটি গঠন হয়েছে। মঙ্গলবার ১৬ জুলাই বিকেলে ইউনিয়নের চিংগুড়িয়া কৃষি মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তারিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য কবির শমসের আলম খান। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফোরকান প্যাদা, কলাপাড়া আইনজীবী কল্যান সমিতির সাধারন সম্পাদক অ্যাড,আ.সালাম,যুগ্ন সাধারন সম্পাদক জুনায়েত হোসেন খান,দপ্তর সম্পাদক শফিকুল আলম শান্তি ফকির, সদস্য মেজবাউদ্দিন খান মিলন প্রমুখ। সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি আবদুল হক মৃধা। ত্রিবার্ষিক সম্মেলনে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। ২০৩ জন কাউন্সিলর প্রত্যক্ষ ভোট প্রদানের মাধ্যমে সভাপতি পদে জাহাঙ্গীর হোসেন মৃধা ১৩৬ ভোট ও সাধারন সম্পাদক পদে রমিজ গাজী ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। ওই সম্মেলনে খলিলুর রহমান ও হ্যাপী আক্তারকে সহ সভাপতি এবং বাহাউদ্দিন হাওলাদারকে যুগ্ন সাধারন সম্পাদক পদে ঘোষনা করা হয়। এ সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।