ক্রাইম বাংলা ডেস্কঃ রোববার বিকালে জেনেভার স্থানীয় এক বাংলাদেশি মালিকানার রেস্তোরাঁয় বল রুমে, সুইস সরকারের স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ সামাজিক দুরুত্ব রক্ষা করে ক্ষুদ্র পরিসরে জাহানারা ইমামের কর্মময় জীবন ও দর্শন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সুইজারল্যান্ড একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারন সম্পাদক পলাশ বড়ুয়ার প্রাঞ্জল উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রহমান খলিলুর মামুন।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন – সুইজারল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র লিডার জমাদার নজরুল ইসলাম, সুইস আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান সুমন, সহ-সভাপতি অরুন বড়ুয়া ও পলাশ বড়ুয়া।
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকির সুইজারল্যান্ড জুড়ে চলাচলে নানা বিধিনিষেধ থাকায় লুসার্স থেকে টেলিফোনে যোগ দেন।