• বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতিবাজদের সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

সাধারণ জ্বর নাকি ডেঙ্গু বুঝবেন যেভাবে,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৮৯ পঠিত
আপডেট: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪


ঋতু পরিবর্তনের এ সময় অনেকেই জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন। অনেকে আবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। বেশির ভাগ মানুষই প্রথম দিকে ডেঙ্গু জ্বরকে ভাইরাল জ্বর ভেবে ভুল করে। পরে দিন দিন অবস্থা খারাপ হতে থাকলে টেস্টে ডেঙ্গু ধরা পড়ে। কিন্তু তত দিনে রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সাধারণ জ্বর ও ডেঙ্গুর পার্থক্য না জানার ফলে এমন অবস্থা হয়। যদিও সাধারণ জ্বরের সঙ্গে ডেঙ্গুর জ্বরের খুব বেশি পার্থক্য নেই। যতটুকু পার্থক্য আছে তা জেনে রাখলেই সহজে শনাক্ত করা সম্ভব যে আপনি ডেঙ্গু জ্বরে ভুগছেন।
ডেঙ্গু ও সাধারণ জ্বরের মধ্যে পার্থক্য
ডেঙ্গু হলে বিভিন্ন গাঁটসহ শরীরজুড়ে খুব ব্যথা হয়। এ কারণেই ডেঙ্গুকে হাড়ভাঙা জ্বরও বলা হয়। সঙ্গে ত্বকের বিভিন্ন অংশ লাল হয়ে জ্বালাপোড়া করতে পারে। ভাইরাল জ্বরের ক্ষেত্রে সর্দি, গলা ব্যথা, শরীরে হালকা ব্যথা, দুর্বলতার মতো উপসর্গ থাকতে পারে। তবে ডেঙ্গু রোগীদের জ্বরের তীব্রতা অনেক বেশি হয়। জ্বর আসার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে পুরো শরীরে লাল লাল ফুসকুড়ি হতে থাকে। এর সঙ্গে গাঁটে গাঁটে যন্ত্রণাও শুরু হয়। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু জ্বরের প্রধান উপসর্গগুলো চোখে পড়লেই সতর্ক হওয়া দরকার। জেনে নিন, কোন কোন লক্ষণ দেখা দিলেই সাবধান হবেন। জ্বর, মাথা ব্যথা।
হাত-পায়ের সঙ্গে শরীরে ব্যথা।
চোখের পেছনে ব্যথা।
গাঁটে ব্যথা।
বমি বমি ভাব ও অরুচি।
ত্বকে ফুসকুড়ি, চুলকানি ও ডায়রিয়া।
দাঁতের মাড়ি, নাক কিংবা মলদ্বার দিয়ে রক্ত পড়া।
গলা ব্যথা ও ঢোক গিলতে কষ্ট।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর একটি মারাত্মক দিক হলো, ‘ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম’। এ ক্ষেত্রে লিভারের উৎসেচক বেড়ে যায়। আবার এলডিএইচ ও ট্রাইগ্লিসারাইডের মাত্রাও বেড়ে যায়। একইভাবে রক্তে ফেরিটিনের মাত্রাও অনেক বেড়ে যায়। ফলে শরীরে ‘সাইটোকাইন ঝড়’ তৈরি হয়। এমন ক্ষেত্রে রোগীকে স্টেরয়েড দিতে হয় বলে জানান চিকিৎসকরা। তাই কারো মধ্যে এসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ