• বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দশমিনায় ২ লাখ ৫০ হাজার টাকার অবৈধ জাল ধ্বংস/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে খালে পাওয়া লাশের রহস্য উদঘাটন, বাবা-মা দুলাভাই’র হাতে মৃত্যু উর্মীর/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারে পানি কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় অসুস্থ রোগীর চিকিৎসায় জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠনের আর্থিক সহায়তা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে মাদ্রাসায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে চেয়ার ছোড়াছুড়ি, সুপারের কক্ষে মারল ৩টি তালা/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কালীগঞ্জে যুবককে হত্যার অন্যতম আসামি বাউফলে র‍‍্যাবের হাতে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। রামগতিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।।

ইবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সালাউদ্দিন, সম্পাদক গালিব,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৯৯ পঠিত
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে লোক প্রশাসন বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: সালাউদ্দিন কে সভাপতি এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো: সিরাজুজ জামান গালিব কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল কবির রাইহান, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী ও সাবেক সভাপতি নাছির উদ্দিন আবিরের স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। ৩২ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি- মো: রিজওয়ান খান ও নাইম ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক- ইশতিয়াক ফেরদৌস ইমন ও লামিয়া হোসাইন। সাংগঠনিক সম্পাদক মোতালেব বিশ্বাস লিখন। সহ সাংগঠনিক সম্পাদক- এম এম বনি আমিন, শরিফ সৌরভ ও এস বি বাধন। অফিস সেক্রেটারি- ফারহানা ইবাদ ও বজলুর রহমান। কোষাধ্যক্ষ- ইজাজ আহমেদ। সহকারী কোষাধ্যক্ষ- মো: সাব্বির খান। মানব সম্পদ সম্পাদক- সাব্বির সায়েম। সহ মানব সম্পদ সহকারী- আহমেদ গালিব ও এএসএম মাহবুব।  তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক- ফিরোজ মাহমুদ। সহকারী আইটি সম্পাদক- নাহিদুর রহমান তমাল ও আবু উবায়দা। পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক- সাকিফ বিন আলম। সহকারী পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক- নুসরাত ঐশী, মহিবুল্লাহ নোমান ও মারুফ হাসান। প্রকাশনা সম্পাদক- ইদুল হাসান। সহকারী প্রকাশনা সম্পাদক- ইরফান উল্লাহ। বিজ্ঞাপন সম্পাদক- মতিউর রহমান। সহকারী বিজ্ঞাপন বিষয়ক সম্পাদক- মো: সাইফুল্লাহ, ফারহানা আফরিন ও ইশতিয়াক আহমেদ হিমেল। স্ক্রিপ্ট রাইটার এ- হোস্ট: শাকিরা ইসলাম ও আশরাফুল হক। নব নির্বাচিত সভাপতি মো: সালাউদ্দিন বলেন, ‘সভাপতির দায়িত্ব পেয়ে আমি আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের কার্যক্রম গুলো আমরা ন্যায় এবং দায়িত্বের সাথে পালন করার চেষ্টা করবো। আমাদের উদ্দেশ্য হলো ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের তথ্যচিত্র সম্পর্কিত গঠনমূলক স্কিল ডেভেলপমেন্ট করে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করা, যাতে করে তারা যেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারে। আমরা সে লক্ষ্য নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ।’

নব নির্বাচিত সাধারন সম্পাদক সিরাজুজ জামান গালিব বলেন, ‘এ দ্বায়িত্ব পেয়ে আমি আনন্দিত। আমরা জানি ফটোগ্রাফি বর্তমান বিশ্বে উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা চেষ্টা করবো ইসলামি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কাছে পৌছানোর এবং তাদের ফটোগ্রাফির মাধ্যমে ইসলামি বিশ্ববিদ্যালয় কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার। আমরা আশা করি ইসলামি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের পাশে পাবো এবং ইসলামি বিশ্ববিদ্যালয় এর প্রতিটি শিক্ষার্থী যেন  আইইউপিএস কে তাদের নিজের সংগঠন মনে করে। আমরা একটি প্লাটফর্ম হিসেবে থাকার চেষ্টা করবো যেখানে সকল কিছু ই হবে শিক্ষার্থীদের ফটোগ্রাফির স্কিল এবং কমিউনিকেশন ডেভেলপমেন্ট এর জন্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ