• শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁ-৪ আসনে প্রকাশ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা প্রদান করায় জামায়াতের প্রার্থী শোকজ/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দার খাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ,,, নওগার মান্দায় বিএনপির দোয়া ও শোকসভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। আল-ফাতাহ ক্যাডেট মাদ্রাসায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ২৬ লাখ ডলার জব্দ, অবৈধ ফরেক্স চক্রের সহযোগী আটক,,, নওগাঁয় গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার স্মরণে মান্দার সূর্য নারায়ণপুরে শোকসভা/দৈনিক ক্রাইম বাংলা।। বরিশালে হাতপাখার চাইতে দাড়িপাল্লা’ই বেশি জনপ্রিয়/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা। আল-হাইয়া বিজ্ঞান স্কুল(AHCS) পথ চলা শুরু/দৈনিক ক্রাইম বাংলা।

মানিকগঞ্জ সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের ষড়যন্ত্রে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ ,

রিপোর্টার: / ১৮৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মানিকগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ
হাসপাতাল তত্ত্বাবধায়কের যোগসাজশে ষড়যন্ত্রের অভিযোগ — তদন্ত দাবিতে সাংবাদিক সমাজে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | মানিকগঞ্জ | ১১ নভেম্বর ২০২৫
মানিকগঞ্জে পাঁচজন স্থানীয় সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা একটি চুরির মামলাকে কেন্দ্র করে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের দাবি, জেলা সদরের একটি সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ও প্রভাবশালী একটি মহল পরিকল্পিতভাবে তাদের ফাঁসানোর চেষ্টা করছে।
সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর থানায় মামলা নং-১৯, তারিখ ১১ নভেম্বর ২০২৫, ধারা ৩৮০/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুসারে মামলাটি দায়ের করা হয়। মামলায় আসামি করা হয়েছে জেলার পরিচিত পাঁচজন সাংবাদিককে—
১. খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, স্টাফ করেসপনডেন্ট, দৈনিক ঢাকা পত্রিকা
২. হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার, রাজধানী টিভি
৩. বজলুর রহমান, সাংবাদিক, দৈনিক বিজনেস ফাইল
৪. নাহিদুর রহমান শামীম, প্রতিনিধি, ন্যাশনাল গ্লোবাল টিভি
৫. সাইফুল ইসলাম, সাংবাদিক, মানিকগঞ্জ সদর
এজাহারে অভিযোগ করা হয়েছে, ১০ নভেম্বর দুপুরে উক্ত সাংবাদিকরা “সাংবাদিক পরিচয়ে” মানিকগঞ্জ সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশ করেন এবং বিদায়ের সময় নগদ টাকা ও মালামাল ভর্তি একটি ব্যাগ চুরি করে নিয়ে যান বলে অভিযোগ করেন।
তবে ভুক্তভোগী সাংবাদিকরা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, হাস্যকর ও সাজানো নাটক বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং কিছু প্রভাবশালী ব্যক্তি সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন ঠেকাতে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলাটি সাজিয়েছে।
ন্যাশনাল গ্লোবাল টিভির সাংবাদিক নাহিদুর রহমান শামীম বলেন,
“আমরা হাসপাতালের অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করছিলাম। পরদিনই আমাদের বিরুদ্ধে হাস্যকর মামলা দেওয়া হয়। এটি সম্পূর্ণ প্রতিহিংসামূলক ও সাজানো ষড়যন্ত্র।”
অন্যদিকে, সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব এবং সম্মিলিত মানবাধিকার জোট এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান বলেন,
“সাংবাদিকদের ভয় দেখানোর জন্য এ ধরনের ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হচ্ছে। আমরা নিরপেক্ষ তদন্ত ও মুক্তি দাবি করছি।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমি কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করিনি। পুলিশ তাদের তদন্ত অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।”
তবে স্থানীয় গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজ মনে করছেন, এই মামলা সাংবাদিকতা দমন ও ভয়ের পরিবেশ তৈরির অংশ। তারা অবিলম্বে সাংবাদিকদের মুক্তি ও মামলার পুনঃতদন্ত দাবি করেছেন।
ওসি ও এসপি’র প্রতিক্রিয়া
এ বিষয়ে বাংলাদেশ প্রেস ক্লাব ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন মানিকগঞ্জ সদর থানার ওসির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বিষয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য দিয়ে বিব্রতকর মন্তব্য করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরবর্তীতে সাংবাদিক আল আমিন জেলা পুলিশ সুপার (এসপি) মহোদয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এসময় এসপি গণমাধ্যমের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান দেখিয়ে বলেন,
“যদি কেউ ব্যক্তি পর্যায়ে কোনো অপরাধে জড়িত হয়, সেটি তার ব্যক্তিগত বিষয়। কিন্তু এজন্য কোনো সাংবাদিক সংগঠন বা পেশাগত মহলকে ছোট করা যাবে না। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।”
স্থানীয় সাংবাদিক সমাজ বলছে, এসপি’র এ অবস্থান গণমাধ্যমের প্রতি ইতিবাচক মনোভাবের প্রতিফলন। তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক এই মামলার তদন্তে সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধি যুক্ত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ