• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসির প্রস্তুতি সম্পন্ন, ফেব্রুয়ারির প্রথম দিকেই জাতীয় নির্বাচন,,, বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের টার্নিং পয়েন্ট: ফখরুল,,, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই: প্রেস সচিব,,, পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে প্রভাব নেই,, গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার শেষ করতে হবে ১২০ দিনে,,, শুক্রবার ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত দুই বাংলাদেশি তরুণ,, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল,,, সহিংসতার স্থান নেই রাজনীতিতে”— অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিক্রিয়া,,

সংলাপে সংস্কার, নির্বাচনী প্রস্তুতিমূলক কাজ নিয়ে আলোচনা হয়েছে : মাহফুজ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৪৮ পঠিত
আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৪  : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে সংস্কার কার্যক্রম এবং নির্বাচনী প্রস্তুতিমূলক কাজ সমান্তরালভাবে কীভাবে চলতে পারে তা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে আজ আলোচনা হয়েছে।
রাজধানীর  ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে মাহফুজ বলেন, ‘আগামী সাধারণ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী, কীভাবে সংস্কার কাজ করা হবে এবং নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ কিভাবে সমান্তরালভাবে চলবে তা নিয়েও আলোচনা করা হয়েছে।’
সংলাপের ফলাফল সম্পর্কে মাহফুজ বলেন, আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে  সংলাপের প্রথম দিনে বিএনপি, জামায়াতে ইসলামী, বামপন্থী গণতান্ত্রিক জোট, এবি পার্টি ও গণঅধিকার পরিষদসহ আরও কয়েকটি দল অংশ নিয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তাদের  করা  ছয়টি সংস্কার কমিশনের বিষয়ে এই দলগুলোর কাছে প্রস্তাব চেয়েছে।
আলোচনায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিয়েও আলোচনা হয় বলে জানান  বিশেষ সহকারী মাহফুজ।
তিনি বলেন, আজ সংলাপে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে এবং সব দল এই  সরকারকে ‘নিজেদের সরকার’ বলে অভিহিত করেছে।
তিনি আরও বলেন, ‘তারা (রাজনৈতিক নেতৃবৃন্দ) সরকারের প্রতি তাদের দৃঢ় সমর্থনের  অঙ্গীকার ব্যক্ত করেছেন।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন  অন্তর্বর্তী সরকার আজ নতুন করে  রাজনৈতিক দলগুলোর  সাথে সংলাপ শুরু করেছে।
দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক দলের মধ্যে সংলাপ শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ