• মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় প্রায় ৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্র গর্ভে বিলীন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু/দৈনিক ক্রাইম বাংলা।। শ্রীহীন হয়ে পড়েছে কুয়াকাটা।সমুদ্রে বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থান গুলো/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলার লালমোহনে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

আদম ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব ফজলে করিমের পরিবার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৯৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪


হাবিবুর রহমান।।

সহজ সরল লোকজনকে সৌদি আরবে ভালো ভিসা ও ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে গ্রামের লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে কিছু লোক সৌদি আরব পাঠায়।আবার কিছু লোকের কাছ থেকে টাকা নিয়ে সৌদি আরব না পাঠিয়ে নিজেদের নামে জমি ও ভবন ক্রয় করে এলাকায় দাপিয়ে বেড়ায় আদম ব্যাবসায়ী (দালাল)।

পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী সৌদি নিয়ে কাজ না দিয়ে করেছেন প্রতারণা,এবং যাদেরকে নিতে পারেনি তাদের টাকা ফেরত দিবে বলে বার বার তারিখ দিয়েও করেন প্রতারণা।এমনি অভিযোগ উঠেছে লক্ষীপুরের কমলনগর উপজেলার,চর লরেন্স ইউনিয়নের ৩নং ওয়াড কোম্পানির রাস্তার মাথার বাসিন্দা রইজল বেপারীর ছেলে নুরুল হকের বিরুদ্ধে।

উক্ত অভিযোগ এনে একই ইউনিয়নের বাসিন্দা ফজলে করিম। প্রতারক নুরুল হকের বিরুদ্ধে রামগতি সেনা ক্যাম্প এ অভিযোগ দায়ের প্রস্তূতি চলছে বলে জানিয়েছেন ফজলে করিম।

এই বিষয়ে এলাকার মানুষ ও সাক্ষীগণের মাধ্যমে জানা যায়, ভুক্তভোগী ফজলে করিম সৌদি আরবে হোটেলে চাকরি দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা বুঝে নেয়, প্রতারক নুরুল হক। টাকা পাওয়ার পর ৬ মাস তালবাহানা করে নুরুল হক পরে জানান সৌদিতে এই ভিসার না-কি একটু সমস্যা হলো এখন আর জাওয়া যাবেনা দুই তিন মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে দিবে। কিন্তু, হতদরিদ্র ফজলে করিমের আজ প্রায় সাড়ে তিন বছরে একটি টাকাও না পেয়ে করুন কান্না ভেঙে পড়েন।এবং মানবেতর জীবন যাপন করছে বলেও জানান তার সন্তান রেদোয়ান হোসেন।

ফজলে করিম গণমাধ্যম কর্মীদের জানান, ‘আমার দুইটা দুধ দেওয়া গরু ছিল। সব কিছু বিক্রি করে, ঋণ করে নুরুল হক দালালকে টাকা দিছি। ৩/৪বছর হলো আমার ছেলে বিদেশে যাওয়া তো দুরের কথা আমার একটি টাকাও এখন পযন্ত পাইনি কবে দিবে তাও আমাকে বলেনা,এখন আমি ছেলে-মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন পার করছি। পাওনাদারদের তাগাদায় এখন বাড়িতে থাকাও কঠিন হয়ে গেছে। গত ০৩ অক্টোবর নুরুল হকের বাড়িতে গিয়ে আমার পাওনা টাকা দেওয়ার কথা বললে নুরুল হক আমাকে ভয় হুমকী দেখিয়ে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে।’

এ বিষয়ে গণমাধ্যম কর্মী নুরুল হকের নিজ বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেসা করলে প্রথমে অশিকার করলেও পরে তিনি বলেন সৌদি আরবে অনেক টাকা মার খাওয়ার পরে ফজলে করিমের ছেলে রেদোয়ান হোসেন কে নেওয়া হয়নি,তবে কিছু টাকা দিচ্ছে বলে শিকার করেন।

এই বিষয়ে কমলনগর থানা অফিসার ইনচার্জ বলেন,এখন পযন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ