• মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় ভূয়া ছাত্রদল সভাপতি দাবীর অভিযোগে বিজ্ঞপ্তি/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় গছানী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকের স্মরণে শোকসভা ও দোয়া মোনাজাত/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে ভূমি জরিপে ঘুষ আর দালালদের দৌরাত্ম, সাংবাদিকদের হাতে আটক দালাল/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে দুই সন্তানের জনক দশম শ্রেনীর ছাত্রী নিয়ে উধাও/দৈনিক ক্রাইম বাংলা।। জুলাই যুদ্ধো পরিবারের সাথে মতবিনিময় করেন -হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে স্বাস্থ্য কমপ্লেক্স অ্যাম্বুলেন্স চালকের যতো অনিয়ম, এখন অবহেলায় রোগীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। বরগুনা জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা নজরুল ইসলাম মোল্লা আহবায়ক হুমায়ুন হাসান শাহীন সদস্য সচিব নির্বাচিত/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালীর দশমিনায় ‘অপারেশন ডেভিল হান্ট’: ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। ‘আমার ছেলেরা এটা দিয়ে দুই পয়সা রোজগার করে, তুই কেন ডিও ছাড়াইলি?/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে গলায় কলা আটকে ৪ বছরের শিশুর মৃত্যু!/দৈনিক ক্রাইম বাংলা।।

ব্যাংককে লুকিয়ে প্রেম করছেন রাফসান-জেফার,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১১৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফারের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে অনেকদিন থেকেই সেসময় গুঞ্জন চলছে। অনেককে বলতে শোনা যায়, জেফারের সঙ্গে পরকীয়ার জেরেই নাকি রাফসানের সংসার ভেঙেছে। এসব আলোচনার মধ্যেই এবার রাফসান সাবাব ও জেফারকে একসঙ্গে দেখা গেল ব্যাংককে। সেখানে একান্তে সময় কাটাচ্ছেন তারা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দুজনকে দেখা গেছে। সঙ্গে ছিলেন আরও দুজন। ধারণা করা হচ্ছে, ঐ দুজন পরিবারের সদস্য। এদিন রেষ্টুরেন্টের ভিতরে  রাফসান ও জেফার পাশাপাশি বসে পছন্দের খাবারের অর্ডার দিয়েছেন। তবে এ সময় তাদের দুজনকে বেশ খোশমেজাজে দেখা গেছে। এদিন রাফসান গ্রীন টাইপের শার্ট আর জেফার পরেছিলেন ওয়ের্স্টান ড্রেস। দুজনে একসঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবি তুলেছেন। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা। এদিকে শোবিজে গুঞ্জন রয়েছে, গোপনে তারা বিয়েও সেরেছেন। যদিও দুজন বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেন নি। গায়িকা জেফারের সঙ্গে সম্পর্কের কারণে গত বছর তিন বছরের সংসারের ইতি টানেন রাফসান সাবাব। তখনই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। রাফসানের সঙ্গে প্রেমের সর্ম্পক নিয়ে জেফার সে সময় বলেছিলেন ‘আমাকে নিয়ে এমন কথা তো যে কেউ বলতে পারে। এসব ভিত্তিহীন। মানুষ যখন একটা রসাল খবর বানাতে পারে, কেউ সেটার সুযোগ মিস করে না। আমার সঙ্গে রাফসানের সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই। আমাকে যে এখানে টানা হয়েছে, বলব যে এটা অনেক খারাপ একটা কাজ হয়েছে।’ তিনি আরও বলেছিলেন, ‘রাফসান শুধুই আমার বন্ধু ও সহকর্মী। প্রেমের সম্পর্কের যে কথা উঠছে, এটা তখনো ছিল না, এখনো নেই,’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ