নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় তুর্য (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী-ডোমার সড়কের কালিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত তুর্য নির্মানাধীন নীলফামারী-ডোমার সড়কের ঠিকাদারের ভেকু মেশিন অপারেটরের কাজ করতেন বলে জানা গেছে। তার বাড়ি ঝিনাইদহে।প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল চালিয়ে নীলফামারীর দিকে যাচ্ছিলেন তুর্য। অপরদিকে মরিচ ভর্তি একটি পিকআপও নীলফামারীর দিকে আসছিল। এ সময় মোবাইল বেজে উঠলে তুর্য রাস্তার উপর মোটরসাইকেল থামিয়ে মোবাইল ধরার সময় পেছন থেকে পিকআপটি তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় উদ্ধার করে ডোমার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী পুলিশের সহায়তায় পিকআপটিকে আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
You cannot copy content of this page