• সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘আমার ছেলেরা এটা দিয়ে দুই পয়সা রোজগার করে, তুই কেন ডিও ছাড়াইলি?/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে গলায় কলা আটকে ৪ বছরের শিশুর মৃত্যু!/দৈনিক ক্রাইম বাংলা।। মুক্তিযোদ্ধার পক্ষের দল বিএনপি – হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে মামলা করে বিপাকে পড়েছেন মামলার বাদী শামসুন নাহার/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে অপ্র-প্রচারের প্রতিবাদে বিএনপির নেতার সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,দৈনিক ক্রাইম বাংলা বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার,,,,,দৈনিক ক্রাইম বাংলা সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড সরকার গঠনে নির্বাচনের বিকল্প নেই : বদিউল আলম মজুমদার,,,,দৈনিক ক্রাইম বাংলা দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম,,,,দৈনিক ক্রাইম বাংলা

সন্‌জীদা খাতুন আর নেই,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৯২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত সংগীতজ্ঞ, শিক্ষাবিদ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুন আর আমাদের মাঝে নেই। মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সন্‌জীদা খাতুনের পুত্রবধূ ও ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। ছায়ানট তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক শোকবার্তায় জানায়, ‘সংস্কৃতিকর্মী, শিল্পী, গবেষক, শিক্ষাবিদ ও ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন-এর প্রয়াণে ছায়ানট গভীর শোক প্রকাশ করছে।’

১৯৩৩ সালের ৪ এপ্রিল জন্মগ্রহণ করা সন্‌জীদা খাতুন এক সংস্কৃতিমুখর পরিবারে বড় হন। তাঁর পিতা কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক, আর মা সাজেদা খাতুন ছিলেন একজন গৃহিণী। শৈশব থেকেই সংগীতের প্রতি গভীর অনুরাগী ছিলেন তিনি। মাত্র পাঁচ বছর বয়স থেকেই রবীন্দ্রসংগীতের চর্চা শুরু করেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৭৮ সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। শিক্ষকতা দিয়েই তাঁর কর্মজীবন শুরু হয়, দীর্ঘদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।

বাংলাদেশে রবীন্দ্রসংগীত চর্চা, প্রসার ও বিকাশের ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। ১৯৬৩ সালে বাংলা একাডেমির বারান্দায় তাঁর উদ্যোগেই প্রথম সংগীত শিক্ষার ক্লাস শুরু হয়। সেখানে রবীন্দ্রসংগীত শেখাতেন তিনি ও ফরিদা মালিক, নজরুল সংগীত শেখাতেন সোহরাব হোসেন, তবলা শেখাতেন বজলুল করিম, এবং বেহালা ও সেতার শেখাতেন মতি মিয়া। এই উদ্যোগই পরবর্তীতে ছায়ানট সংগীতবিদ্যায়তনের জন্ম দেয়।

পুরস্কার ও স্বীকৃতি

সংস্কৃতির অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সন্‌জীদা খাতুন বহু পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-

 

• একুশে পদক
• বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
• রবীন্দ্র স্মৃতি পুরস্কার (পশ্চিমবঙ্গ, ভারত)
• দেশিকোত্তম পুরস্কার (পশ্চিমবঙ্গ, ভারত)
• ১৯৮৮ সালে কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক ‘রবীন্দ্র তত্ত্বাচার্য’ উপাধি
• ২০১৯ সালে ‘নজরুল মানস’ প্রবন্ধ গ্রন্থের জন্য ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার
• ২০২১ সালে ভারত সরকারের ‘পদ্মশ্রী’ সম্মাননা

 

সন্‌জীদা খাতুনের মৃত্যুতে জাতি হারাল এক সংস্কৃতি-প্রাণ ব্যক্তিত্বকে, যিনি তাঁর সারাজীবন সংগীত, শিক্ষা ও সংস্কৃতির জন্য নিবেদিত রেখেছেন। তাঁর অবদান আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে তাঁর অভাব অপূরণীয়। তিনি আমাদের মাঝে থাকবেন তাঁর কর্ম ও আদর্শের মধ্য দিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ