মোঃ রাজু আহম্মেদ,কালকিন(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে মোবাইলে ভিডিও গেমস খেলতে না দেয়ায় ও মা বকুনি দেয়ায় অভিমানে রাতে ঘরের আড়ার সাথে ওরনা পেঁচিয়ে ফাঁস নেয় ১৬ বছরের স্কুলছাত্র নীরব বেপারী। ঘটনাটি শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঠেংগামাড়া গ্রামে ঘটে। নিহত নীরব বেপারী কালকিনি সরকারীপাইলট উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীর ছাত্র এবং একই এলাকার কাতার প্রবাসী আঃ কাশেম বেপারীর ছেলে। পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোবাইলে ভিডিও গেমস খেলা নিয়ে ছেলে নীরব কে বকা ও মারধর করে তার মা।পরে রাতে নীরব পাশের ঘড়ে অভিমান করে চলে যায় পরক্ষনে তার দাদি ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে মানুষ নিয়ে দরজা খুলে দেখে নীরব গলায় ওরনা পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস নিয়ে ঝুলে আছে। রাতে থানয় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে সকালে মাদারীপুর সদর হাসপাতালে ময়না তদন্তর জন্য পাঠান। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটস্থলে লোক পাঠিয়ে ঝুলত লাশ উদ্ধার করেছি। পোস্টমর্টেম করার জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবেনা যে আত্মহত্যা নাকি হত্যা বলে জানিয়েছেন।
You cannot copy content of this page