• বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁর মান্দা থেকে ১৫ বাসে তারেক রহমানকে বরণ, নেতৃত্বে ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা। নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক কারাত প্রতিযোগিতায় বাংলাদেশ দলের রানার্স আপ ট্রফি অর্জন/দৈনিক ক্রাইম বাংলা। নওগাঁর মান্দার ফেরিঘাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। জনবিচ্ছিন্ন রাজনীতির বিরুদ্ধে মাঠে ডা. ইকরামুল বারী টিপু/দৈনিক ক্রাইম বাংলা।। গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি,,, জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মান্দায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর মান্দায় খলিশা কুড়ি বাজারে ধানের শীষের পক্ষে সমবায় দলের গণসংযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। সড়ক নির্মাণে অনিয়ম! দীর্ঘ দিন বন্ধ থাকার পর কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ/দৈনিক ক্রাইম বাংলা।। বিজয় দিবসে মান্দায় বর্ণাঢ্য র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা/দৈনিক ক্রাইম বাংলা।।

দলের মধ্যে বিশৃঙ্খলা করলে পদ পদবী থাকবেনা মিলন মিয়ার স্মরন সভায় -হাফিজ ইব্রাহীম/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১২০ পঠিত
আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

আবুল বাশার, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা।।

আগামী নির্বাচনে সকল নেতা কর্মীদের প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি দলকে সুসংঘটিত করার জন্য অনুরোধ জানান বোরহান উদ্দিন ও দৌলত খানের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম। তিনি আরো বলেন কেউ দলের মধ্যে বিশৃঙ্খলা করলে ওই নেতার পথ পদবী থাকবেনা এমন কোন কাজ করা যাবে না যাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

৪জুলাই আসরবাদ বোরহান উদ্দিন উপজেলা মডেল মসজিদে সাবেক পৌর মেয়র ও বিএনপির সভাপতি সাইদুর রহমান মিলন মিয়ার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর বিএনপির সহ-সভাপতি আলী আকবার পিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি আরো বলেন, কোন শালীস বিচার কিংবা এমন কোন কাজ করা যাবে না যাদের সাধারণ মানুষ দলের প্রতি ক্ষুব্ধ হয়। আগামী নির্বাচন খুবই কঠিন হবে, এই নির্বাচনে সকল নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান, মনজুরুল আলম ফিরোজ, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, পৌর বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম। পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা হারুন অর রশিদ স্মরণ সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন । পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোঃ সাইদুর রহমান মিলন মিয়ার পরিবারে পক্ষের স্মৃতিচার স্মরণ করেন বোরহান উদ্দিন পৌরবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন বাচ্চু ও স্মরণ সভায় বাবার স্মৃতিচারণ করেন, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান শাওন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়। এর আগে বাদ জুম্মা বোরহান উদ্দিন পৌর বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান মিলন মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে

পরিবারের পক্ষ থেকে কোরআন খতম ও নিজ বাড়ির মসজিদে মিলাদ মাহফিলে অংশ গ্রহণের পর মরহুমের কবর জিয়ারত করেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ