• বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বোরহানউদ্দিনে বাজার কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালীর দশমিনায় গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁর বদলগাছীতে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ১০ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন,,,,,দৈনিক ক্রাইম বাংলা বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক,,,,দৈনিক ক্রাইম বাংলা ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা , সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জনের নির্দেশ,,,,,দৈনিক ক্রাইম বাংলা মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। কমলনগরে বাপ-বেটাসহ বৃদ্ধ কে আটকে মারধর/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের সম্পাদককে কুপিয়ে হত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

কেরাণীগঞ্জে পুলিশের অভিযানে চাঁদাবাজি কালে ৩ চাঁদাবাজকে গ্রেপ্তার/দৈনিক ক্রাইম বাংলা।।

এম নজরুল ইসলাম।। / ৪৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

এম নজরুল ইসলাম।।

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে চুনকুটিয়া, কদমতলী গোলচত্বর ও আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহন ও ফুটপাত থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় হাতেনাতে চাঁদা আদায়ের নগদ অর্থ সহ ৩ চাঁদাবাজকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ মোস্তফা ওরফে স্বপন ওরফে বাতাস (৪০) পিতাঃ আব্দুল কাদের বেপারী, ঠিকানা: চুনকুটিয়া মধ্যপাড়া, শুভাঢ্যা (শাহজালালের বাড়ির ভাড়াটিয়া,থানা দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা। স্থায়ী ঠিকানাঃ সেলিমাবাদ, মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, ২। মোঃ শফিক (৩৫), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-মুসলিমপাড়া,থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, ৩। সৈয়দ আল মামনু, পিতা-মৃত মীর মানিক, সাং- কাচিপাড়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, বর্তমান সাং-বন্দডাকপাড়া, জিনজিরা ৪ নং ওয়ার্ড (জাহাঙ্গীর মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার কেরাণীগঞ্জ সার্কেল মোঃ জাহাঙ্গীর আলমের এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন (অফিসার ইনচার্জ) দক্ষিণ কেরাণীগঞ্জ থানা, ঢাকা জেলা -এর নেতৃত্বে একাধিক চৌকস পুলিশ টিম নিয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া বেবীন্ট্যান্ডে চাঁদাবাজি করার সময় আসামী ১। মোঃ মোস্তফা ওরফে স্বপন ওরফে বাতাস (৪০), এর নিকট হইতে চাঁদা আদায়ের নগদ ৬,৮৪০/-টাকা, ২। দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী মোড়স্থ দোহার-নবাবগঞ্জগামী রাস্তার মাথায় মাইক্রোস্ট্যান্ড হইতে চাঁদাবাজি করার সময় আসামী সৈয়দ আল মামনু (৪০) এর হেফাজত হইতে চাঁদা আদায়ের নগদ ১,০০০/-টাকা, ৩। দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর সাকিনস্থ কাশ্মীর লাইভ বেকারী গুভ এন্ড কনফেকশনারী এর সামনে লেগুনা স্ট্যান্ড হইতে আসামী মোঃ শফিক (৩৫) চাঁদাবাজি করার সময় আসামীর হেফাজত হইতে চাঁদা আদায়ের নগদ ২,৪২০/-টাকা সহ আসামীদের হেফাজত হইতে চাঁদা আদায়ের সর্বমোট নগদ ১০,২৬০/-(১০ হাজার দুইশত ঘাট) টাকা উদ্ধার করা সহ গ্রেফতার করিয়া নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে। চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তাদের পরিচয় একটাই তারা চাঁদাবাজ। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ