বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রোববার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, “আমরা সবসময় দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছি- লন্ডনে বৈঠকের পর প্রতিশ্রুত এবং সম্মত দিন-তারিখ-মাস, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে। যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে বিষয়টি প্রধান উপদেষ্টার জানানো উচিত অথবা তার অফিস থেকে।”
সালাহউদ্দিন আহমদ আরও যোগ করে বলেন, “সেটা (প্রধান উপদেষ্টার নির্দেশনা) যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেরা যা-ই আলোচনা করি, অথবা প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করুন বা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করুন, সেটা নির্বাচন কনিশনের জন্য গুরুত্ববহ হবে না। নির্বাচন কমিশন সেটা তখনই নির্দেশনা বা অনুরোধ হিসেবে মেনে নেবে, যখন অফিসিয়ালি সেই কমিউনিকেশন বা মেসেজ যাবে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুরোধপত্র পাবে।”
আমরা এটি প্রস্তাব করেছি। এছাড়া এবারের নির্বাচনে ৫ শতাংশ আসনে নারীদের সরাসরি মনোনয়ন দিতেও সুপারিশ করেছি। এছাড়া রাষ্ট্র পরিচালনার মূলনীতির সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যোগ করতে বিএনপির পক্ষ থেকে মত দেয়া হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
স্বাধীন পুলিশ কমিশন গঠন বিষয়ে বিএনপির এ নেতা বলেন, “স্বাধীন পুলিশ কমিশন গঠনে দলগুলো একমত হয়েছে। তবে জাতীয় সংসদে প্রণীত আইন দ্বারা এটি গঠিত ও পরিচালিত হবে। পুলিশের পক্ষ থেকে অভিযোগ এবং নাগরিকদের পক্ষ থেকে অভিযোগের নিষ্পত্তিই কমিশনের উদ্দেশ্য হবে।”
যেভাবে আলোচনা চলছে ৩১ জুলাইয়ের আগেই ঐকমত্য কমিশনের কাজ শেষ হবে বলে আশাব্যক্ত করেন তিনি।