কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
দলকে সুসংগঠিত এবং গতিশীল করার লক্ষ্যে কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন বিএনপিথর সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যেবক্ষণ টিমের উদ্যোগে শনিবার ইউনিয়নের চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাচুর্য়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
সভার প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও লালুয়া ইউনিয়ন সাংগঠনিক পর্যেবক্ষণ টিমের প্রধান মুসা তাওহীদ নাননু মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পর্যেবক্ষণ টিমের সদস্য রফিকুল ইসলাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও টিমের সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক ও টিম সদস্য সেলিম সিকদার এবং লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান প্যাদা।
সভার সভাপতিত্ব ও সঞ্চালনা করেন লালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক তালুকদার।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সজল বিশ্বাস, লালুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. মোঃ আলমগীর আকন, লালুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইব্রাহিম সাউগার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করতে দলকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করা হচ্ছে। এই সভার মাধ্যমে লালুয়া ইউনিয়নে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংগঠিত হবে।”