• বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি অফিস ভাংচুরের মামলায় গ্রেফতার হলেন কৃষক লীগ নেতা ইউসুফ/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটায় নারী কৃষকদের নিয়ে দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। আমাদের জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে -এবিএম মোশাররফ হোসেন/দৈনিক ক্রাইম বাংলা।। সমুদ্রে গোসলে নেমে নিখোঁজের সোয়া তিন ঘন্টা পর পর্যটক সামাদের মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা। কলাপাড়ায় ‘ওপেন হাউজ ডে অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা। মান্দায় ঐতিহাসিক ছাত্র গণ অভ‍্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে র‍্যালী অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। জুলাই-আগষ্টের ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সমবায় দলের র‍্যালী অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। স্বৈরাচার খুনি হাসিনা পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে টঙ্গীবাড়ীতে রিপন মল্লিকের নেতৃত্বে র‌্যালি-আনন্দ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।। আ:লীগ সরকার পতনের একবছর পূর্তি উপলক্ষ্যে বাউফলে সকল রাজনৈতিক সংগঠনের গণ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।। অস্ত্র, মাদক, ডাকাতি ও ছিনতাইসহ ১০ মামলার আসামী শহিদ ফকির গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।।

মান্দায় ঐতিহাসিক ছাত্র গণ অভ‍্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে র‍্যালী অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৮২ পঠিত
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫


মান্দা (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁ জেলার মান্দা উপজেলয় জুলাই-আগষ্টের ঐতিহাসিক ছাত্র গণ অভ‍্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ই আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মান্দা উপজেলা শাখার আয়োজনে র‍্যালীতে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মান্দা উপজেলা শাখা। শ্রমিক দলের মান্দা উপজেলা শাখার সহ-সভাপতি এনামুল হকের বলিষ্ঠ নেতৃত্বে ভোর থেকে নেতা কর্মিরা মোটর সাইকেল, ভ‍্যানগাড়ি, ষ্টিয়ারিং, চার্জার ভ‍্যান, আটো যোগে অনেকে পায়ে হেঁটে উপজেলার রেবা আখতার মাদ্রাসা মাঠে সমোবেত হয়। পরে এনামুলের নেতৃত্বে বিজয় মিছিল শুরু হয়ে ডাঃ ইকরামুল বারীর চেম্বার হয়ে উপজেলার হাসপাতাল মোড় দিয়ে প্রসাদপুর বাজারের নিমতলা, চারমাথা হয়ে কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ‍্যালয় মাঠ ঘুরে উপজেলার গোল চত্তরে গিয়ে শেষ হয়।
র‍্যালী শেষে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।জাতীয়তাবাদী শ্রমিক দলের মান্দা উপজেলা শাখার সহ-সভাপতি সাইফুল ইসলাম, হায়দার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ, শ্রম বিষয়ক সম্পাদক মিলন হোসেন, সদস‍্য হাবিবুর রহমান, ১০নং নূরুল‍্যাবাদ ইউপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর, ৫নং ওয়ার্ড সভাপতি ইদ্রিস আলী, ৬নং ওয়ার্ড সভাপতি কফিল উদ্দীন, ৩নং পরানপুর ইউনিয়ন সভাপতি আঃ সালাম, ১১নং কালিকাপুর ইউনিয়নের সিঃ সহ-সভাপতি আকবর আলী, ২নং ভালাইন ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম, ৫নং গনেশপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আঃ সালাম, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক পিন্টু, ৯নং তেতুঁলিয়া ইউনিয়ন সভাপতি আইনুল, ৭নং প্রসাদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আমেদালী প্রমুখসহ নেতৃবৃন্দের আন্তরিক সহযোগীতায় এনামুল হক এই অসাধ‍্যকে সাধণ করেন। কয়েক হাজার লোকের সমাগম ঘটিয়ে এনামুল আজকের পুরো প্রোগ্রামটা সফল ও স্বার্থক করেছেন। নেতাকর্মিদের দাবী আগামীতে এনামুলকে শ্রমিক দলের সভাপতি দেখতে চান। উপস্থিত সকলকে ঐক‍্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানিয়ে এনামুল হক প্রোগ্রামের সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ