এম জাফরান হারুন::
গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরু বলেন, স্থানীয় পর্যায়ে আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন করতে হবে। এই কার্যালয় হবে জনগণের সমস্যা সমাধানের একটি কেন্দ্রবিন্দু। আমরা আশা করি, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এখান থেকে আরও কার্যকরী উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন তিনি।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় পটুয়াখালীর বাউফল থানার সামনে মেইন সড়কের উত্তর পাশে অবস্থিত নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার—আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার” স্লোগানকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন গনঅধিকার পরিষদ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। বাউফল উপজেলায় আমাদের কার্যালয় উদ্বোধন এই অঞ্চলের মানুষের সাথে আমাদের কাজকে আরও গতিশীল করবে। আমরা চাই একটি শোষণমুক্ত, সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ।
এছাড়াও স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণঅধিকার পরিষদের কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাউফল উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল আহমেদ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ শাহ আলম শিকদার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ ফারুক হোসেন, ছাত্র অধিকার পরিষদ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মাহমুদ ও ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ হাসিব মল্লিক।
অনুষ্ঠানে গনঅধিকার পরিষদ বাউফল উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত সহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা অংশ নেন।