বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে এসে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতিকে সামনে আনতে চায় বিএনপি—এমন বার্তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ৫ আগস্টের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ভেতর থেকে নিত্যনতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে জড়িয়ে পড়া শহিদদের আত্মত্যাগকে অসম্মানিত করার শামিল। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যা জনগণের মনে বিএনপির প্রতি বিরূপ মনোভাব তৈরি করে।
তিনি মনে করেন, আগামী দিনের রাজনীতি হতে হবে জনগণের স্বার্থে জীবনমান উন্নয়নের রাজনীতি। নির্বাচনকে তিনি রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ হিসেবে অভিহিত করে সতর্ক করেন, নির্বাচনের পথে বাধা এলে ‘পতিত ফ্যাসিবাদ’ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আর একবার স্বৈরাচার ফিরে এলে পুরো রাষ্ট্রই ক্ষতির মুখে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গণতন্ত্রকামী মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টিকারী বক্তব্য পরিহার করতে হবে। জনগণকে সাথে নিয়ে কেবল নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব। তাই সব বিভাজন ও অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে ঐক্যবদ্ধ থাকার ওপর তিনি জোর দেন।