• বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সহিংসতার স্থান নেই রাজনীতিতে”— অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিক্রিয়া,, রাজনৈতিক অনিশ্চয়তা ও বিভ্রান্তিকর বার্তায় পোশাক খাতে অর্ডার সংকট,, দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে পর্যটন স্পটে শিশু নিখোঁজের ঘটনা নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও বাড়বে: সেনাসদর চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ,,,, রাসপূর্ণিমায় কুয়াকাটায় ঐতিহাসিক মতুয়া মহা-সম্মেলন ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে এখন হালান্ড মেসি–রোনালদোর লেভেলে: গার্দিওলা,,, ঢাবির জুলাই আন্দোলনে সহিংসতা: ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ,, বিএনপির মনোনয়ন ঘিরে মেহেরপুরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ,, মুক্তিযোদ্ধা চাচাকে বাবা দেখিয়ে চাকরি, ইউএনও কামাল হোসেনের ডিএনএ টেস্টের সিদ্ধান্ত,,,

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩০ নভেম্বর,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৬৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) আগামী ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। এর আগে ১ নভেম্বর চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসির সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইসির তথ্যানুসারে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। নির্বাচনী রোডম্যাপে এ বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। রোডম্যাপে উল্লেখ করা হয়েছে, ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা নির্ধারণ করা হবে। তবে তফসিল বা ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ সেখানে উল্লেখ করা হয়নি।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কয়েকদিন ধরে রোডম্যাপ অনুমোদনের বিষয়টি ইসিতে চলছে এবং বুধবার রোডম্যাপের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এটি প্রকাশ করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হয়, তফসিল ঘোষণা ভোটের দুই মাস আগে দিতে হবে। সেই হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হয়। যেহেতু চূড়ান্ত তালিকা নভেম্বরের শেষের দিকে প্রকাশিত হবে, তাই তফসিলও তার কয়েকদিনের মধ্যে ঘোষণা হতে পারে।

গত ১০ আগস্ট ইসি সচিব আখতার আহমেদ জানান, আগে দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। হালনাগাদের পর মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

এ বছর ইসি মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে। গত ২ মার্চ একটি তালিকা প্রকাশিত হয়। আগামী ৩১ আগস্ট হালনাগাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তাদেরও একটি তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৩০ নভেম্বর।

নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন ১৪ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রজ্ঞাপন ৩০ সেপ্টেম্বর দেওয়া হবে। সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর, এবং জিআইএস ম্যাপ প্রকাশিত হবে ৩০ সেপ্টেম্বর। জেলখানার কারাবন্দিদের কাছে ব্যালট পৌঁছাবে ভোটের দুই সপ্তাহ আগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ