আবুল বাশার,বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র্যালি করেছে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপি।
বুধবার (৩রা সেপ্টেম্বর) সকাল ১০টায় বিএনপির কার্যালয় সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ সরোয়ার আলম খানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোওয়াত করেন উপজেলা ওলামাদলের সভাপতি কাজী রবিউল আলম।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপির
নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহীম তিনি বলেন, দেশে নানা ষড়যন্ত্র চলছে। তবে বিএনপি অতীতেও নানা ষড়যন্ত্র মোকাবেলা করে ফ্যাসিবাদের আন্দোলন সংগ্রাম করে মাঠে ছিলো। এবারও কোনো ষড়যন্ত্রই বিএনপিকে থামাতে পারবে না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবেই হবে। এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন
র্যালি পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আজম,যুগ্ন আহ্বায়ক কাজী মঞ্জরুল আলম ফিরোজ,পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির,পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আকবর পিন্টু,সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক সিহাব উদ্দিন হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, পৌর ছাত্রদলের সভাপতি সাকিল মাতাব্বর।
আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক,হাসান হাওলাদার,উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কাজী শহিদুল আলম নাসিম,পৌর বিএনপির সহ বশির আহমেদ,পৌর বিএনপির সহ সভাপতি আঃ রব হাওলাদার, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক সাইদুর রহমান লিটন, যুগ্ন সম্পাদক শাহবুদ্দিন বাচ্চু,উপজেলা শ্রমিকদল সভাপতি আলমগীর মাতাব্বর, পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃর্ধা, বশির পাটোয়ারী, কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সাদি হাওলাদার, দেউলা ইউনিয়ন ওলামাদলের সভাপতি মাওঃ আব্দুর রহমান, কুতুবা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জামাল মিয়াজি,কুতুবা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ সালাউদ্দিন, উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ওলামাদল, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকেই বোরহানউদ্দিন উপজেলার ৯টি ইউনিয়ন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা আনন্দ উল্লাস, বাদ্যযন্ত্রসহ বিভিন্ন ফেস্টুন ও প্লাকার হাতে নিয়ে দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন শ্লোগান স্লোগানে উপজেলার রাজপথ উৎসব মুখর হয়ে ওঠে।