আপৎকালীন সময়ের জন্য ডলার মজুত যথেষ্ট নয়: অর্থ উপদেষ্টা
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি মনে করেন, এ কারণে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কেনার যে পদক্ষেপ নিয়েছে তা যথার্থ এবং প্রয়োজনীয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ডলারের দাম কিছুটা স্থিতিশীল না রাখলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিষয়টি বিবেচনা করতে হবে, কারণ তারাই দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তিনি উল্লেখ করেন, বর্তমানে ডলারের মজুত যদি হঠাৎ কোনো বড় সংকট মোকাবিলায় ব্যয় করতে হয়, তবে তা যথেষ্ট হবে না। সিডর ও আইলার মতো দুর্যোগের সময় বাংলাদেশ ব্যাংকের অভিজ্ঞতা থেকে তিনি এ বিষয়টি উপলব্ধি করেছেন।
অর্থ উপদেষ্টা বলেন, “ফরেন এক্সচেঞ্জ কেবল আমদানির জন্য নয়, বড় ধরনের দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতেও ব্যবহার হয়। সুতরাং সেভ না থাকলে বিপদের সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশ ব্যাংক সেজন্যই রিজার্ভ শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।”
বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে গ্রেড-১ থেকে গ্রেড-২ পর্যায়ে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যাতে বড় আকারের বিমান ওঠানামা করতে পারে। একইসঙ্গে ঢাকা বিমানবন্দরের কন্ট্রোল রুম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দেশে জ্বালানি ঘাটতি এড়াতে অকটেন আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে।
এদিকে সম্প্রতি প্রকাশিত পিপিআরসি’র প্রতিবেদনে বলা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ভোগান্তিতে আছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, তিনি প্রতিবেদনটি দেখেছেন তবে বিস্তারিত মন্তব্য করতে চান না।