মনোনয়ন চূড়ান্ত করবে পার্লামেন্টারি বোর্ড, বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের ‘সবুজ সংকেত’ দেওয়ার খবর গণমাধ্যমে প্রচারিত হলেও দলটির পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। বিএনপি জানিয়েছে, প্রার্থী নির্ধারণের ক্ষমতা একমাত্র পার্লামেন্টারি বোর্ডের হাতে এবং সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তাই মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, আব্দুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।
রিজভী বলেন, কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়নি। দলের গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যাচাই-বাছাই করেই প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। এ দায়িত্ব একমাত্র পার্লামেন্টারি বোর্ড পালন করে এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি জোর দিয়ে বলেন, “তফসিল ঘোষণার আগে কোনো মনোনয়ন দেওয়া হয়নি। এখন পত্রপত্রিকায় প্রকাশিত তালিকা বা সংবাদ সম্পূর্ণ মনগড়া।”
তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টি এবং নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ উসকে দেওয়ার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, “একটি কুচক্রি মহল অপতথ্য ও প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র করছে।”
বিএনপির মুখপাত্র আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, জনগণ বিরক্ত হয় এমন কোনো কর্মকাণ্ডে নেতাকর্মীরা যেন জড়িত না হন। বরং সবাইকে গণসম্পৃক্ত কাজের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে হবে।
তারেক রহমানের নির্দেশনার কথা তুলে ধরে রিজভী বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার মনে করিয়ে দিচ্ছেন, জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস। জনগণ আমাদের সঙ্গে থাকলে কোনো প্রোপাগান্ডাই আমাদের আন্দোলনকে দমাতে পারবে না।”
সংবাদ সম্মেলনে রিজভী জানান, সারাদেশে বিএনপির নেতাকর্মীরা ‘৩১ দফা মুক্তির সনদ’ জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। ডোর টু ডোর প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর আহ্বান জানানো হচ্ছে। তিনি মনোনয়ন প্রত্যাশীদের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি আরও জনবান্ধব হওয়ার নির্দেশও দিয়েছেন।
বিএনপি আশ্বস্ত করেছে, নির্ধারিত সময়েই গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে যোগ্য ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীর নাম প্রকাশ করা হবে।