• বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থায় গভীর দুঃখ প্রকাশ, সরকারের আইনি ও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার,,,,,দৈনিক ক্রাইম বাংলা মনোনয়ন চূড়ান্ত করবে পার্লামেন্টারি বোর্ড, বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর,,,,দৈনিক ক্রাইম বাংলা আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম,,,,দৈনিক ক্রাইম বাংলা আপৎকালীন সময়ের জন্য ডলার মজুত যথেষ্ট নয়: অর্থ উপদেষ্টা,,,, দৈনিক ক্রাইম বাংলা আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় ভূয়া ছাত্রদল সভাপতি দাবীর অভিযোগে বিজ্ঞপ্তি/দৈনিক ক্রাইম বাংলা।। দশমিনায় গছানী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকের স্মরণে শোকসভা ও দোয়া মোনাজাত/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে ভূমি জরিপে ঘুষ আর দালালদের দৌরাত্ম, সাংবাদিকদের হাতে আটক দালাল/দৈনিক ক্রাইম বাংলা।। আমতলীতে দুই সন্তানের জনক দশম শ্রেনীর ছাত্রী নিয়ে উধাও/দৈনিক ক্রাইম বাংলা।। জুলাই যুদ্ধো পরিবারের সাথে মতবিনিময় করেন -হাফিজ ইব্রাহিম/দৈনিক ক্রাইম বাংলা।।

আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৬ পঠিত
আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম
আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি বিএনপির জন্য মারাত্মক ভুল হবে। বিএনপিকে তিনি আহ্বান জানান, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা না করে বরং বাংলাদেশের পুনর্গঠনের জন্য কাজ করতে। তাহলেই বিএনপি তরুণ প্রজন্মের সমর্থন পাবে বলে তিনি মনে করেন।

তিনি অভিযোগ করেন, একদিকে আওয়ামী লীগ ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, অন্যদিকে দেশের কিছু রাজনীতিবিদ তাদের নির্বাচনে ফেরানোর চেষ্টা করছেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ৩৬ জুলাই ও ৫ আগস্ট ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। সেই রায়ই প্রমাণ করেছে, বাংলাদেশে আওয়ামী লীগ ও মুজিববাদীদের কোনো রাজনৈতিক ভূমিকা আর থাকবে না। অতীতের অপকর্মের বিচার নিশ্চিত করতে হবে।

ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখতে হবে।

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার প্রসঙ্গে নাহিদ ইসলাম দাবি করেন, গণঅভ্যুত্থানের নেতাদের লক্ষ্য করেই ধারাবাহিকভাবে এসব হামলার ঘটনা ঘটছে। এর আগে গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর আক্রমণ, উপদেষ্টা মাহফুজ আলমের বিদেশ সফরে হামলার চেষ্টা এবং সর্বশেষ জাতিসংঘ অধিবেশন চলাকালে নিউইয়র্কে আখতার হোসেন ও ড. তাসনিম জারাকে লক্ষ্য করে হামলা হয়েছে।

তিনি অভিযোগ করেন, এসব হামলার পেছনে প্রশাসনের ভেতরের কিছু অংশের যোগসাজশ রয়েছে। সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার কারণেই বিদেশে এ ধরনের ঘটনা ঘটছে। ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হলেও তা যথাযথভাবে করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে আওয়ামী লীগ পুনর্বাসনের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ