আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
গতকাল (২৪ সেপ্টেম্বর) বুধবার আসরের নামাজ বাদ আমতলী একে স্কুল বকুলনেছা মহিলা কলেজ রোডস্থ উপজেলা জামায়াত কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আমতলী উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, বরগুনা জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবদুল মালেক, উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেন, প্রভাষক কবির হোসেন, মাহবুবুর রহমান মঈন পহলান, মো. আবুল হাসান মৃধা ও আবদুল খালেক প্রমুখ।
যোগদান উপলক্ষে ননী গোপাল শিকারী বলেন, আমি অনেক আগে থেকেই জামায়াতের মতাদর্শে বিশ্বাসী ছিলাম। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছি। আমি বিশ্বাস করি, জামায়াতে ইসলামী আমাদের ধর্মের মানুষকেও সুরক্ষা প্রদান করবে।
অনুষ্ঠানে উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন বলেন, আগামীর বাংলাদেশ হবে ধর্মীয় বৈষম্যহীন বাংলাদেশ। এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করবে। আমরা ধর্মীয় সম্প্রীতি নিয়ে একসাথে কাজ করছি।