স্টাফ রিপোর্টার আলিফ হোসেন:
মুন্সিগঞ্জের শ্রীনগরে সরকারি নয়নজলীর জায়গায় দখল করে অবৈধ ভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে বীরতারা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রমজান হোসেনের বিরুদ্ধে।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বীরতারা ইউনিয়নের দয়হাটা চান্দার টেক এলাকায় রমজান হোসেন সরকারি জায়গা দখল করে তিনটি দোকান নির্মাণ করছেন।
সে ইউপি সদস্যের প্রভাব দেখিয়ে সরকারি নয়নজলীর জায়গায় দোকান নির্মাণ করছে।
দোকান তৈরি করার জন্য খাম ও কাঠ এনে সে সরকারি রাস্তাও ভেঙে ফেলেছে।
এলাকার বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বলেন, মেম্বার কোন প্রকার লিজ ছাড়াই সরকারী সম্পত্তি ও খালের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন।এ এলাকায় দখলদাড়িত্বের রামরাজত্ব চলছে।
এ বিষয়ে বীরতারা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রমজান হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার মালিকানা জাগায় আমি দোকান নির্মাণ করছি। সামনেতো সরকারি নয়নজলির জায়গায় ও রাস্তা রয়েছে এই জায়গায় কিভাবে আপনি দখল করতে পারেন এমন প্রশ্নের জবাব সে বলে রাস্তাও আমার জায়গায় আমি এই জায়গায় দোকান নির্মাণ করবোই।
এ বিষয়ে ষোলঘর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আসাদ বলেন, আমি তাদেরকে কাজ করতে নিষেধ করে এসেছি কাগজপত্র নিয়ে অফিসে এসে দেখাতে বলেছি।
শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।