এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। দীর্ঘদিন আওয়ামী লীগের নির্যাতনের শিকার হওয়ার দাবি করা বিএনপি নেতা অ্যাডভোকেট মহসিন এবার নিজ দলের কিছু নেতাকর্মীর হাতেই নির্যাতনের অভিযোগ তুলেছেন।
অ্যাডভোকেট মহসিন অভিযোগ করেন, তিনি দীর্ঘ ৩৫ বছর বিএনপির রাজনীতির সাথে যুক্ত এবং গত ১৭ বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছেন। সরকারের পতনের পরও এবার তিনি নিজ দলের কিছু সার্থবাদী নেতাকর্মীর দ্বারা হয়রানির শিকার হচ্ছেন।
গতকাল (২৫ সেপ্টেম্বর) বিকেলে আমতলী উপজেলা বিএনপির উদ্যোগে আমতলী চৌরাস্তা চত্বরে সদ্য ঘোষিত বরগুনা জেলা বিএনপির আহবায়ক কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অ্যাডভোকেট মহসিন জানান, এসময় তিনি শুভেচ্ছা জানাতে গেলে উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাকিব ও ছাত্রদলের সোহাগের নেতৃত্বে তার উপর হামলা চালায়। জীবন বাঁচাতে তিনি স্থানীয় একটি ঘরে আশ্রয় নেন।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিএনপির রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করছে এবং তৃণমূল পর্যায়ে বিভক্তি আরও তীব্র হচ্ছে।